Bangla awas yojana : বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার তবে অনেকের বাড়ি সার্ভে করছে না, এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন কিভাবে সার্ভে করার জন্য আপনি নাম তুলবেন। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জানবো বাড়ি পাওয়ার জন্য কিভাবে ফর্ম পূরণ করবেন, কোথায় ফর্ম (Bangla awas yojana application form 2024) পাবেন, কিভাবে ফর্ম ডাউনলোড করবেন, কোন কোন কাগজপত্র লাগবে তাছাড়াও কিভাবে অনলাইন স্ট্যাটাস চেক করবেন।
বাংলা আবাস যোজনার ঘরের টাকা পেতে কোন কোন শর্ত দেখবেন? (bangla awas yojana list 2024)
পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনায় বাড়ি বানানোর ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়ার কিছু শর্ত দিয়েছেন সেই শর্ত যদি কোন উপভোক্তা পরিপূর্ণভাবে পূরণ করে তাহলেই একমাত্র সেই উপভোক্তা টাকা পাবে। ফর্ম ফিলাপের আগে দেখে নিন কি কি শর্ত দিয়েছে।
বাংলা আবাস যোজনা শর্ত? (Bangla awas yojana survey)
- উপভোক্তার পরিবার পাকা বাড়ি বা পাকা ছাদের মধ্যে বসবাস করা চলবে না।
- ৩ বা ৪ চাকার গাড়ি থাকা চলবে না।
- কৃষিজ ৩ বা ৪ চাকার গাড়ি থাকা চলবে না।
- উপভোক্তার পরিবারে কেউ সরকারি চাকরিজীবী হলে সেই পরিবার বাদ যাবে।
- পরিবারের অকৃষিজ জমি সরকারিভাবে রেজিস্টার হয়ে থাকলে সেই পরিবার বাড়ি পাওয়া থেকে বাদ যাবে।
- পরিবারের কোনো সদস্য ১৫ হাজার টাকার বেশি মাসে আয় করলে সেই পরিবার বাদ যাবে।
- ইনকাম ট্যাক্স দিয়ে থাকলে উপভোক্তার নাম বাদ যাবে।
- মাসে ১৫ হাজার টাকার বেশি আয়ে প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকলে সেই উপভোক্তার নাম বাদ যাবে।
- নিজের নামে ২.৫ একর অথবা তার বেশি কৃষিজ জমি থাকলে সেই উপভোক্তা বাদ যাবে।
- নিজের নামে ৫ একর অথবা তার বেশি অকৃষিজ জমি থাকলে সেই উপভোক্তার নাম বাতিল হবে।
- কোন পরিবার যদি ইতিমধ্যে সরকারি প্রকল্প থেকে ঘর পেয়ে থাকে সেক্ষেত্রেও সেই পরিবারের নাম বাদ যাবে।
উপরে বর্ণিত সব শর্ত যদি পূরণ করেন সেক্ষেত্রে একমাএ ফর্ম ফিলাপ করতে পারবেন।
‘বাংলা আবাস যোজনা’ বাড়ি পেতে ফর্ম ফিলাপ কিভাবে করবেন? Bangla awas yojana form fill up 2024
দুটি মাধ্যমে বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করা যাবে। একটি অফলাইন ফরম পূরণ করে অন্যটি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে।
আপনাদের সুবিধার্থে ফর্ম বা একটি দরখাস্ত ডাউনলোডের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া থাকবেন।
- প্রথমেই ব্লকের নাম এরপর জেলার নাম লিখবেন।
- দ্বিতীয়ত শ্রী/ শ্রীমতি জায়গায় উপভোক্তার নাম লিখতে হবে এরপর উপভোক্তার পিতা অথবা স্বামীর নাম।
- উপভোক্তার গ্রাম, পোস্ট অফিসের নাম, শেষে থানা ও পিন কোড লিখতে হবে।
- এরপর ফর্ম বা দরখাস্তে উল্লেখ থাকবে আপনি বাড়ি পাওয়ার জন্য আবেদন করছেন যাতে আপনার বাড়িটি সার্ভে করা হয়।
- শেষে স্থান ও তারিখ উল্লেখ থাকবে, ধন্যবাদান্তে আবেদনকারীর নাম দিতে হবে।
বাড়ি পাওয়ার দরখাস্তের সাথে কোন কোন কাগজপত্রের জেরক্স কপি জমা করতে হবে? bangla awas yojana list 2024
বর্তমানে বসবাস করা নিজের ঘরের রঙিন ছবি। |
আধার কার্ডের জেরক্স কপি। |
রেশন কার্ডের জেরক্স কপি। |
ব্যাংক পাসবুকের জেরক্স কপি। |
জমির রেকর্ডের জেরক্স কপি। |
বাড়ি পাওয়ার দরখাস্ত কোথায় জমা করবেন? bangla awas yojana form fill up
ফর্মটি ফিলাপ করে উপরে বর্ণিত কাগজপত্রের সাথে উপভোক্তার নিজস্ব BDO অফিসে জমা করতে হবে।
“সরাসরি মুখ্যমন্ত্রীতে” ফোন করে কিভাবে বাড়ির জন্য আবেদন করবেন? (Bangla awas yojana apply sarasari mukhyamantri helpdesk)
পশ্চিমবঙ্গ সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যবাসীর জন্য সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পডেক্স চালু করেছে। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই সেখানে যেকোনো সমস্যার কথা জানাতে পারেন যা দ্রুততার সাথে সমাধান করা হয়। যদি আপনি বাংলা আবাস যোজনা সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে চান সেক্ষেত্রে “সরাসরি মুখ্যমন্ত্রীর” যে মোবাইল নম্বর রয়েছে সেখানে ফোন করে জানাবেন। প্রতি সপ্তাহের সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হেল্পলাইন নম্বরটি চালু থাকে। সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরটি হল – ৯১৩৭০৯১৩৭০ (9137091370)।
সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করে কিভাবে অনলাইন স্ট্যাটাস চেক করবেন?
- প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। এই লিঙ্কে ক্লিক করুন –Click Here এখানে হাত দিন
- ওয়েবসাইটের নিচেই একটি অপশন পাবেন চেক স্ট্যাটাস (check status) অথবা Know your grievance status সেখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন।
- এরপর সম্পূর্ণ স্ট্যাটাসটি শো হবে কত তারিখ আপনি অভিযোগ জানিয়েছেন, কি পর্যায়ে অভিযোগটি রয়েছে বিস্তারিত সেখানে উল্লেখ থাকবে।
** সতর্কবার্তাঃ নিচে উল্লেখিত ফর্মটি কোন অফিসিয়াল ফর্ম নয়। এই ফর্মের ধাঁচে নিজে সাদা খাতায় হাতে লিখে সংশ্লিষ্ট দপ্তরে দরখাস্ত জমা করবেন।(এই ফার্মটি প্রিন্ট আউট করে কোথাও ব্যবহার করতে পারবেন না)।
বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার ফর্ম বা দরখাস্ত ডাউনলোডের লিংক –Click Here এখানে হাত দিন
Bangla awas yojana application form 2024 pdf- Click Here এখানে হাত দিন
সরাসরি মুখ্যমন্ত্রীতে ঘর পাওয়ার আবেদনের স্ট্যাটাস চেক লিংক –Click Here এখানে হাত দিন