Bangla Awas Yojana: গরিব মানুষকে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার(Mamata Banerjee)বড় ঘোষণা দিয়েছিলেন ২০২৪ সালের ডিসেম্বরেই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা রাজ্য সরকার রাজ্যের তহবিল থেকে টাকা ব্যয় করে প্রকৃত উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে দেবে (Bangla Awas Yojana 1st Installment) সরকারের সেই ঘোষণা মত ইতিমধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পে সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে । উল্লেখ্য প্রশ্ন একটাই পাকা বাড়ি কারা কারা পাবেন ? সেই স্বচ্ছ তালিকা তৈরি করতে একের পর এক কড়া পদক্ষেপ অবলম্বন করছে রাজ্য ,যাতে কোনরকম দুর্নীতির ছোঁয়া না লাগে বাংলা আবাস যোজনা প্রকল্পে । জানা যাচ্ছে যে সকল জায়গায় উপনির্বাচন রয়েছে সেই নির্দিষ্ট কয়েকটি জেলা ছেড়ে ইতিমধ্যে গোটা রাজ্যের সমস্ত জেলায় বাংলা আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ জারি রয়েছে । প্রসঙ্গত গত ২ দিনে সমীক্ষায় ইতিমধ্যে ৪০০০০ উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বাংলা আবাস যোজনা তালিকা থেকে ৪০ হাজার নাম কেন বাদ দেওয়া হল? ( Bangla Awas Yojana list 2024)
উল্লেখ্য গত ২১ তারিখ থেকে যাচাই পর্বের কাজ শুরু হয়েছে গোটা রাজ্যে ইতিমধ্যে রাজ্যের ঠিক করে দেওয়ার নিয়মাবলী (Bangla Awas Yojana Criteria)অবলম্বন করে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষক দল খতিয়ে দেখছে আদৌও তালিকায় থাকা ব্যক্তি বাড়ির টাকা পাওয়ার যোগ্য কিনা । উল্লেখ্য ২১ তারিখ সোমবার থেকে এখন পর্যন্ত রাজ্যে ২ লক্ষ উপভোক্তার বাড়িতে বাংলা আবাস যোজনা( Bangla Awas Yojana)প্রকল্পের সার্ভে সম্পন্ন হয়েছে আর এই ২ লক্ষ উপভোক্তার মধ্যে অযোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হয়েছে ২০ শতাংশ অর্থাৎ এই ২ দিনের সার্ভেতে মোট ৪০ হাজার উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই ৪০ হাজার উপভোক্তাকে অযোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ১ লক্ষ ৬০ হাজার উপভোক্তাকে যোগ্য উপভোক্তা হিসেবে গণ্য করা হয়েছে ।
তালিকা থেকে নাম বাদ দেয়ার কারণ ?( Bangla Awas Yojana New list)
১)প্রশাসন সূত্রে খবর গত ২০২২ সালে ডিসেম্বরে কেন্দ্র ১১ লক্ষ ৩৬ হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার অনুমোদন দেয় । তবে টাকা দেওয়ার কথা থাকলেও কেটে গিয়েছে দু’বছর এরপরেও মেলেনি বাড়ি বানানোর টাকা ফলে অনেকেই কষ্ট করে নিজে থেকে পাকা বাড়ি করে নিয়েছে এরকম উপভোক্তাকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে । কেননা বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার শর্তে স্পষ্ট উল্লেখ করা আছে উপভোক্তার নিজস্ব কোন পাকা বাড়ি থাকলে বাংলার বাড়ি(Bangla Awas Yojana )প্রকল্পের সুবিধা পাবে না ।
২) তাছাড়াও জানা যাচ্ছে দীর্ঘ দু বছর কেটে যাওয়ায় আগে যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে(Awas Yojana PWL)নাম ছিল অর্থাৎ ২০২২ সালে কেন্দ্র সরকারের পোর্টালে যাদের নাম ছিল তারা স্থান পরিবর্তন করে এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। এরকম উপভোক্তাদেরও তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ আগে যে জায়গায় বসবাস করত সেই জায়গা ছেড়ে অন্যত্রে কর্ম ক্ষেত্রে বা অন্যান্য কারণে চলে গিয়েছে সেই সমস্ত উপভোক্তার কথা বলা হয়েছে ।
৩) আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার নিয়মাবলী আগের তুলনায় এখন কিছু বদল আনা হয়েছে(Bangla Awas Yojana list )। যেমন আগে প্রতিমাসে আয় ১০০০০ টাকার কম হলে বাড়িপাওয়া যেত কিন্তু এখন ১৫০০০ টাকার কম হলে তবে মিলবে বাংলা আবাস যোজনা(Bangla Awas Yojana)প্রকল্পের বাড়ি এরকম একাধিক নিয়মাবলীতে পরিবর্তন আনানো হয়েছে ।
উল্লেখ্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য আমাদের সরকার গরিব মানুষদের বাড়ি পাইয়ে দেওয়ার জন্য উপভোক্তাদের স্বচ্ছতাকে বিশেষ গুরুত্ব দিতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন , তাই যাতে বাংলা আবাস যোজনা আওতায় ন্যায্য এবং সঠিক উপভোক্তাদেরই অন্তর্ভুক্ত করা যায় সেই উদ্দেশ্যে কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে । আমরা চাই যাদের সত্যিকার একটি বাড়ির প্রয়োজন তারাই বাড়ি পাক, যাতে কোন অযোগ্য উপভোক্তা অনিয়ম ভাবে বাংলা আবাস যোজনা(Bangla Awas Yojana list 2024)প্রকল্পে বাড়ি না পায় সেই দিকটি নজর রাখতে আমরা কঠোর ভাবে কার্যকলাপ এগিয়ে যাচ্ছি ।