Awas Yojana Payment Release Date: বাড়ি বানানোর টাকা দেওয়ার তারিখ ঘোষণা মমতার সভা থেকে সুখবর

Published By: Mamun Rasid Hoque | Published On:

Awas Yojana: আবাস যোজনার বাড়ি বানানোর টাকা দিতে প্রতিশ্রুতি বদ্ধ রাজ্য সরকার এবারে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) মেঘা সভা থেকে। দীর্ঘ দিন ধরে এই আবাস যোজনা (Awas Yojana Payment)নিয়ে কম কানাঘুষো হয়নি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। একদিকে যেমন কেন্দ্র সরকারের তরফে টাকা আটকে দেওয়া হয়েছে অভিযোগ রাজ্যের, অন্যদিকে রাজ্য সরকার কেন্দ্রের সরকারকে বারংবার চিঠি লিখে সাফ জানিয়ে দিয়েছে এ বাংলায় আবাস যোজনায় (Awas Yojana) কোনরকম অনিয়ম হয়নি বা কোন দুর্নীতি হয়নি। যদিও কেন্দ্রের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে বাংলায় আবাস যোজনার খাতে (Awas Yojana List) অনিয়ম হয়েছে এ বিষয়টি তদন্ত করার উদ্দেশ্যে পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে একাধিক সমীক্ষক দল। তারা রাজ্যে এসে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে সমীক্ষা চালিয়েছিল দীর্ঘদিন, এরপর তারা ফিরে গিয়েছিল কয়েকটি অনিয়ম ছাড়া তেমন কোন খুঁটিনাটি তথ্য খুঁজে পায়নি বলে জানানো হয়েছিল। ফলে রাজ্য সরকারের তরফে রীতিমতো ক্লিয়ারেন্স দিয়ে জানানো হয়েছে যে আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজ করেছি আমাদের টাকা দেওয়া হোক।দাবি তোলা হয়েছিল রাজ্যের প্রশাসনের তরফেও।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Awas Yojna New Update: উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বাংলাকে বঞ্চনার আবহে, একাধিক ধরনা মঞ্চ করেছিলেন কলকাতার রেড রোড থেকে শুরু করে সর্বত্রে, ধরনা মঞ্চে তার বক্তব্য একটাই ছিল বাংলাকে কি উদ্দেশ্যে বঞ্চনা করা হচ্ছে, কেনই বা ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। তাছাড়াও আবাস যোজনার (Awas Yojana Installment) বাড়ির টাকা পাওয়ায় উদ্দেশ্যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকেও ধরনা মঞ্চ করতে বাধ্য হয়েছেন। এরপরেও মেলেনি আবাসের বাড়ি বানানোর জন্য এ বাংলার 11 লক্ষ 36 হাজার উপভোক্তার টাকা। তবে রাজ্য সরকারের তরফে ঘোষনা করে দেওয়া হয়েছে যে কেন্দ্র সরকার কবে টাকা দেবে এরপর বাংলার বাড়ি হবে সেটা হতে পারে না। ফলে আমরা কেন্দ্র সরকারের মুখাপেক্ষী না থেকে আমরাই আবাস যোজনার বাড়ির টাকা দেওয়ার কাজ শুরু করে দিচ্ছি।

প্রসঙ্গত 21 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসে এক এক করে ধারাবাহিকভাবে কেন্দ্রকে তোপ দাগার সঙ্গে তুলে ধরেন বঞ্চনার কথা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলা কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না আমরাই দেবো আবাস যোজনার (Awas Yojana Payment Date) বাড়ি বানানোর উপভোক্তাদের টাকা। যাদের লিস্টে নাম রয়েছে তাদের পুনরায় পর্যালোচনা করার পর তাদের বাড়ি বানানোর টাকা দেওয়া হচ্ছে ডিসেম্বরের মধ্যেই। সঙ্গে যাদের প্রাকৃতিক দুর্যোগে বা বন্যায় ঘরবাড়ি ভেঙ্গে গিয়েছে তারাও এবারে বাড়ি পেতে চলেছেন এমনটাও ঘোষণা করে দেওয়া হয়েছে। এছাড়াও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দৃঢ় আওয়াজ তুলে জানিয়েছেন যে, আমি এক কথার ছেলে যেটা কথা দিব সেটা করে দেখাবো। যেভাবে ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা আমাদের সরকার মিটিয়ে দিয়েছে তেমন ভাবেই আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ আবাস যোজনার বাড়ি বানানোর জন্য।

👉আরো পড়ুন: কৃষকবন্ধুতে অনলাইন আবেদন শুরু 2 লক্ষ টাকা পরিবার পাবে👈

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে বাড়ী বানানোর প্রথম কিস্তির 60 হাজার টাকা চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে উপভোক্তাদের। তবে তার আগে যা যা করণীয় রাজ্য সরকার পুরোদমে করছে নতুন পোর্টাল গৃহশ্রীর মাধ্যমে সব কাজ হচ্ছে। এখন শুধু উপভোক্তাদের সরাসরি ব্যাংক একাউন্টে টাকা পৌঁছে যাবে বাড়ি বানানোর জন্য। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে।

About Author
Mamun Rasid Hoque

বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কাজের সাথে কর্মরত। সাম্প্রতিক খবর ও বিভিন্ন তথ্য হাতের মুঠোয় রাখতে অভ্যস্ত। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট (চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) নখদর্পনে রাখার চেষ্টায় অব্যাহত।