Awas Yojana new update: সবাই পাবেন আবাস যোজনা বাড়ি ! জেলা স্তর থেকে যাচাই শুরু

Published By: Su Sangbad Desk | Published On:

আবাস যোজনা সার্ভের নিয়মে বিরাট পরিবর্তন আরও সহজ হলো আবাস যোজনা( Awas Yojana)বাড়ি পাওয়ার নিয়মাবলী। উল্লেখ্য সরকারি প্রতিনিধিদল গত ২১ অক্টোবর থেকে শুরু করেছিল আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তথ্য যাচাই প্রক্রিয়া । আর এই তথ্য যাচাই করতে গিয়ে নানান জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারি প্রতিনিধিদের ।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Awas Yojana update 2024

জানা যাচ্ছে ইতিমধ্যে গোটা রাজ্যজুড়ে কয়েক লক্ষ উপভোক্তার নাম তালিকা(Awas yojana list)থেকে বাতিল করা হয়েছে। উপভোক্তাদের বাতিল লিস্টে নাম ওঠার পেছনে বেশ কিছু কারণ এর মধ্যে উল্লেখযোগ্য দুটি কারণ হচ্ছে হয়তো কারো পাকা বাড়ি রয়েছে নয়তো কারো ইটের হাফ ওয়াল বাড়ি রয়েছে এই সকল কারণে বহু উপভোক্তার নাম বাড়ি পাওয়ার লিস্ট থেকে বাতিল করা হয়েছে । তবে এই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)এবং মুখ্য সচিব মনজ পন্থ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে তাদের বাড়িতে পুনঃযাচাই করতে হবে সঠিকভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে সংশ্লিষ্ট উপভোক্তার বাড়ির কতটা প্রয়োজন রয়েছে ।

লিস্ট থেকে নাম বাতিল কেন করা হয়েছে? এখনো পর্যন্ত কতসংখ্যক নাম বাতিল করা হয়েছে(Awas Yojana survey list check)

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা খবর অনুযায়ী এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পে গোটা রাজ্যজুড়ে যেকারণগুলোর উপর ভিত্তি করে উপভোক্তাদের নাম বাতিল করা হয়েছে এবং কত সংখ্যক নাম বাতিল করা হয়েছে তা নিম্নে দেওয়া হল

(১) পাকা ছাদ ও ইটের দেওয়াল থাকায় ৩৫২৯৩৯ নাম বাতিল করা হয়েছে

(২) আগেই সরকারী বাড়ীর সুবিধা –১৪৮৭৪

(৩) তিন/চার চাকার গাড়ী –৭৯৯৬

(৪) তিন/চার চাকার কৃষি সরঞ্জাম –৩২১৯

(৫) ২.৫ একর বা তার বেশি সেচ জমি -৪৬৪০

(৬)৫ একর এর বেশি অকৃষি জমি–১৩১৫

(৭) পরিবারে সরকারী চাকুরীজীবি –৪৩৪২

(৮)১৫ হাজার টাকার বেশি আয় –২১৩৮৯

(৯)১৫ হাজার টাকার বেশি আয়ে আয় কর দে এমন সদস্য–৩৮২৩

(১০) আয় কর দেন-২১৪০

(১১) সরকারের রেজিস্টার্ড অকৃষি উদ্যোগপতি-১৭৬৮

কাদের কাদের বাড়িতে নতুন করে সার্ভে যাবে(Awas Yojana list)

ইতিমধ্যে তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে জানা যাচ্ছে পরিস্থিতিকে স্বাভাবিক করার লক্ষ্যে রাজ্যের মানবিক সরকার সেই সমস্ত বাতিল তালিকায় থাকা উপভোক্তাদের বাড়িতে দ্বিতীয় পর্যায়ে যাচাই করার নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশ মত যাদের যাদের ইটের হাফ ওয়াল বাড়ি থাকার কারণে নাম বাতিল হয়েছে এবং যারা অভিযোগ বক্সে আবেদন জানিয়েছেন তাদের বাড়িতে ফের সরকারি আধিকারিকেরা সেই সকল উপভোক্তার বাড়িতে গিয়ে পর্যবেক্ষণ করে সত্যতা যাচাই করার কার্যকলাপ ইতিমধ্যে শুরু করে দিয়েছে যা চলবে আগামী নভেম্বর মাস পর্যন্ত ।

সম্প্রতি প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, এই তালিকা পুনঃযাচাই করতে গিয়েই দেখা যায় আবাসের উপভোক্তার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে অস্বাভাবিক হেরফের ঘটেছে । যা নিয়ে মূলত বেশ চিন্তায় রয়েছে জেলা প্রশাসন । এই পরিস্থিতিতে একইসাথে গ্রাম পঞ্চায়েতের দেওয়া উপভোক্তার তালিকাও যাচাই করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন : আবাস যোজনায় ফের সার্ভে হবে?

About Author