Awas Yojana New List: আবাস যোজনা প্রকল্পের বকেয়া থাকা বাড়ি তৈরির কাজ তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দিল রাজ্যের প্রশাসন। উল্লেখ্য 55 হাজার আবাস যোজনার বাড়ি তৈরির কাজ এখনো পর্যন্ত হয়নি। তাই এই 55 হাজার বাড়ি তৈরির কাজ অবিলম্বে শেষ করার নির্দেশ দিল জেলাশাসকদের। প্রসঙ্গত দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বেশ কয়েক হাজার বাড়ি তৈরির কাজ এখনো পর্যন্ত থমকে রয়েছে। তাই সরকারের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে দ্রুততার সঙ্গে এই কাজগুলি সমাপ্ত করার জন্য জেলাশাসকের কাছে নির্দেশ পৌঁছালো।(Awas Yojana New Portal 2024)
একদিকে যেমন কেন্দ্র সরকার আবাস যোজনা প্রকল্পে দীর্ঘ দু’বছর ধরে বাংলাকে বাঞ্ছনা করে এসেছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কিছুকে তোয়াক্কা না করিয়ে রাজ্যের মানুষের পাশে থাকার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য গত 2022 সালের ডিসেম্বর মাসে এ বাংলায় মোট 33 লক্ষ উপভোক্তার নাম ওয়েটিং লিস্টে(Aawas Yojana Wating List) উঠেছিল তার মধ্যে প্রকৃত উপভোক্তা হিসেবে 11 লক্ষ 36 হাজার মানুষকে স্বীকৃতি দেওয়ার পর আবাস যোজনার ফাইনাল লিস্টে নাম তোলা হয়েছিল। সেই ত্রুটিমুক্ত 11 লক্ষ 36 হাজার মানুষের নাম কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছিল, প্রতিশ্রুতি দিয়ে আসলেও মেলেনি এ পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর টাকা(Awas Yojana Payment)। ফলে রীতিমত হতভাগা হয়ে বসে রয়েছে এ বাংলার 11 লক্ষ 36 হাজার ফাইনাল তালিকায় থাকা উপভোক্তারা। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী আর কেন্দ্র সরকারের মুখাপেক্ষী না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত কয়েক মাস আগে রেড রোডের ধরনা মঞ্চ থেকে ঘোষণা করে দিয়েছেন যে এ বাংলার 11 লক্ষ 36 হাজার উপভোক্তার টাকা রাজ্য সরকারই দিয়ে দেবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করার উদ্দেশ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ। জানা গিয়েছে “বাংলার বাড়ি” এবং “আমার বাড়ি প্রকল্পকে” এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। প্রসঙ্গত প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি ভেঙে গিয়েছে তারাও এবার বাড়ির টাকা পাবে। মোট 19 লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেবে রাজ্য সরকার এমনটাই খবর সূত্রে জানা যাচ্ছে।
তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে কথা দেন তা অক্ষরে অক্ষরে পালন করেন,উল্লেখ্য কেন্দ্রের সরকার গত একুশের ভোটে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর বাংলার উপর প্রতিহিংসাপরায়ণ দেখিয়ে বাংলার টাকা আটকে দিয়েছে 100 দিনের কাজ প্রকল্পের টাকা। আবাস বাড়ি প্রকল্পের টাকা এমনকি স্বাস্থ্যখাতের টাকা আটকে রাখতে দ্বিধাবোধ করেনি। বাংলাকে ভাতে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এ রাজ্যের শাসক দলের একাংশ মত প্রকাশ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছেন, আমরা দিল্লির কাছে ভিক্ষা চাই না যেভাবে এ রাজ্যের 100 দিনের শ্রমিকদের টাকা মিটিয়ে দিয়েছিল আমাদের সরকার, ঠিক তেমনভাবে আবাস যোজনায় তালিকায় থাকা উপভোক্তাদের বাড়ির টাকাও আমাদের সরকার মিটিয়ে দেবে। জুলাই থেকেই শুরু হয়ে গেল টাকা দেওয়ার কার্যকলাপ জানা যাচ্ছে “গৃহশ্রী”(Grihashree) নামে একটি নতুন পোর্টাল খোলা হবে।যেখানে সমীক্ষা করার পর একশ শতাংশ ত্রুটিমুক্ত তালিকা তৈরি করা হবে এই গৃহশ্রী পোর্টালের মাধ্যমে। জানানো হয়েছে যে, 19 লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে এমনটাই খবর উঠে এসেছে। সুতরাং আপনার যদি বাড়ির লিষ্টে নাম থাকে তাহলে আপনার জন্য সুখবর।