Bangla Awas Yojana list :বাংলা আবাস যোজনা প্রকল্পে নতুন ঘর পাওয়ার লিস্টে আপনার নাম আছে কিনা দেখুন উল্লেখ্য ইতিমধ্যে রাজ্যের ঘোষণামত শুরু হয়ে গিয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পে তথ্য সংগ্রহের কাজ বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকেরা উপভোক্তাদের সত্যতা যাচাই করার কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ তালিকায় থাকা সংশ্লিষ্ট ব্যক্তি বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য যোগ্য কিনা তা যাচাই করার কাজ শুরু করে দিয়েছে ।
Bangla Bari list: সম্প্রতি শুরু হওয়া বাংলা আবাস যোজনা সমীক্ষা ২১ অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন চলবে, বাংলা আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের তালিকাভুক্ত করে বাড়ি বানানো টাকা দেওয়া হবে বলে খবর।
বাংলা আবাস যোজনা প্রকল্পে সার্ভের ধরন এবং বিষয়বস্তু
উল্লেখ্য বাংলা আবাস যোজনা প্রকল্পে সার্ভে বেশ কয়েকটি ধাপে সম্পূর্ণ করা হবে এবং তালিকাভুক্ত করা হবে যেমন
১)প্রথম পর্যায়ে পূর্বে তালিকায় থাকা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই বা তথ্য সংগ্রহ করা হবে এরপর সেইসমস্ত তথ্য আপলোড করা হবে ,এছাড়াও গ্রামসভা ডেকে এই বিষয়ে আলোচনা করা হবে।
২) সমীক্ষায় যে তথ্য সংগ্রহ করা হয়েছে সেই তালিকা জেলা স্তরে পাঠানো হবে ।
৩) এরপর জেলার উচ্চ পর্যায়ের আধিকারিকেরা সেটাকে আবাও ভেরিফিকেশন করার পর অনুমোদন দিবে।
৪)এরপর চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে এবং সেই তালিকা টাঙ্গা থাকবে বিডিও এবং পঞ্চায়েত অফিসে, প্রকাশিত সেই তালিকা সকল উপভোক্তাই দেখতে পারবেন ।
বাংলা আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগ(Mamata Banerjee)
দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা বরাদ্দ বন্ধ থাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস কয়েক আগে মিটে যাওয়া লোকসভা নির্বাচনের সময় ঘোষণা দিয়েছেন । আমাদের সরকার রাজ্য বাজেটে ঘোষণা দিয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি বানানোর টাকা রাজ্যই দিবে ,কেউ হতাশ হবেননা যাদের বাড়ির প্রয়োজন তারা প্রত্যেকেই বাড়ি পাবেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলা আবাস যোজনা প্রকল্প থেকে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ডিসেম্বরের মধ্যে প্রত্যেক উপভোক্তার ব্যাংক একাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে । মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকে বাস্তবায়িত করতে কোমর বেঁধে নেমেছে রাজ্য প্রশাসন।জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ফলে রাজ্যের লক্ষ লক্ষ গরীব মানুষ উপকৃত হতে চলেছে।
বাড়ির লিস্টে নাম চেক করুন(Bangla Awas Yojana list Check 2024)
বাড়ি পাওয়ার লিস্টে আপনার নাম আছে কিনা তা দেখে নেওয়ার জন্য নিচে দেওয়া বিবরণ গুলি ফলো করুন
লিস্ট দেখার জন্য এখানে হাত দিন :-Click here
প্রথমত আপনার রাজ্য সিলেট করুন।
দ্বিতীয়ত আপনার জেলা সিলেক্ট করুন।
তৃতীয়ত আপনার ব্লক সিলেক্ট করুন।
চতুর্থ আপনার পঞ্চায়েত সিলেক্ট করুন।
পঞ্চম আর্থিক বছর (২০২২-২৩) সিলেক্ট করুন।
ষষ্ঠম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পটি সিলেক্ট করুন।
সবার শেষে উল্লেখিত ক্যাপচার কোড দেখে দেখে সম্পূর্ণ করুন।
এরপর সাবমিট(submit) এর উপর ক্লিক করে দিন।
নিচে পিডিএফ ডাউনলোড অপশন চলে আসবে এখান থেকে ডাউনলোড পিডিএফ অপশনটিতে ক্লিক করুন।
এরপর সম্পূর্ণরূপে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনার নাম অনুসন্ধান করুন।