আধার কার্ড নিয়ে নতুন ঘোষণা ১ তারিখ থেকেই গোটা দেশে জারি নতুন নিয়ম | Adhar card new rules

Published By: Su Sangbad Desk | Published On:

Aadhar card new update: দৈনন্দিন জীবনে ব্যাংক থেকে শুরু করে সরকারি যে কোন প্রকল্পের ক্ষেত্রে এখন আধার কার্ডকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই আধার কার্ড (Aadhar card) নিয়েই বড় ঘোষণা দিল কেন্দ্র সরকার। ১ তারিখ থেকেই গোটা দেশ জুড়ে জারি হচ্ছে (Aadhar card new rules) নতুন নিয়ম যার প্রভাব পড়বে বিভিন্ন কাজে। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিচ্ছি আধার কার্ড নিয়ে কি কি নতুন নিয়ম জারি করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সম্পূর্ণ আধার কার্ডের কার্যকলাপকে পরিচালনা করে। বিভিন্ন সময়ে আধার কার্ড নিয়ে নানা ধরনের জালিয়াতির খবর উঠে এসেছে সংবাদমাধ্যমে। দিন দরিদ্র মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চবিত্ত মানুষ প্রায় সকলই এই জালিয়াতির খপ্পরে বিভিন্ন সময় পড়ছে। বর্তমানে ডিজিটাল ভারতবর্ষের ছোঁয়া দেশের কোনায় কোনায় পড়ে গেছে, স্মার্টফোন প্রায় সকলের ঘরেই ঢুকে গেছে সেটাকে কাজে লাগিয়েই বিভিন্ন জালিয়াতি হচ্ছে।

সরকার বিভিন্ন সময়ে আধার কার্ড নিয়ে নানান ধরনের উদ্যোগ নিয়েছে তবে এবারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে বিভিন্ন মহল। চারটি নতুন নিয়ম জারি হচ্ছে ১লা অক্টোবর থেকে যার প্রভাবে বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটতে পারে। আধার নম্বর এর পরিবর্তে তালিকাভুক্তি আইডি ব্যবহার, আয়কর রিটার্ন, মাস্ক আধার কার্ডের ব্যবহার নতুন কিছু নিয়ম যুক্ত হচ্ছে আধার কার্ড ব্যবহারকারীদের জন্য।

১/ মাস্ক আধার কার্ডের ব্যবহারের নির্দেশ? (Mask Aadhar card)

ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া(unique identification authority of India) বিভিন্ন সময় মাস্ক আধার কার্ড নিয়ে প্রচার চালিয়েছে, কারণ এই আধার কার্ড ব্যবহারে অনেকটাই সুরক্ষিত থাকা যায়। নানান ধরনের কেওয়াইসি (KYC) বা বিভিন্ন কোম্পানিতে কোন ধরনের CV দিতে গেলে অবশ্যই এই মাস্ক আধার কার্ড ব্যবহার করবেন। যা আপনার গোপনীয়তা রক্ষা করবে ও নিরাপত্তা দেবে।

কিভাবে মাস্ক আধার কার্ড ডাউনলোড করবেন? (Mask Aadhar card Download)

প্রথমেই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (UIDAI) যেতে হবে, এরপর আধার কার্ড ডাউনলোড অপশনে মাস্ক আধার কার্ড সিলেক্ট করুন। পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্য মাস্ক আধার কার্ড ডাউনলোড হবে। এটি প্রিন্ট আউট করে যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।

২/ আয়কর রিটার্নে আধার কার্ড বিবরণের প্রয়োজনীয়তা তুলে নেওয়া হয়েছে। (Income tax return new rules aadhar card)

ITR আগে ফাইল করার সময় আধার নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক ছিল। তা এখন তুলে নেওয়া হলো এর ফলে অনেকটাই সুবিধা হবে আয়কর রিটার্নকারীদের। এর ফলে অনেকটাই ঝক্কি থেকে রেহাই পাবে যাদের আধার কার্ডে নাম বা ঠিকানা সংক্রান্ত ভুল ছিল তার প্রভাব আর আয়কর রিটার্ন এ পরবেনা।

৩/ আধার কার্ড নম্বর এর পরিবর্তে এখন থেকে আধার তালিকাভুক্তি আইডি ব্যবহারের নির্দেশ। (Aadhar card new rules)

বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে, সরকারি যে কোন কাজে আধার কার্ড দিতে হয়। তবে সেটা সুরক্ষিত কিনা তা অনেকেরই মনে আশঙ্কা হয়ে দাঁড়ায়। তবে সেই আশঙ্কার দিন এখন শেষ এখন থেকে আধার কার্ড নম্বর এর পরিবর্তে আধার তালিকাভুক্তি আইডি(Aadhar Enrollment Number) ব্যবহার করতে পারবে আধার কার্ড ব্যবহারকারীরা। এর ফলে আধার কার্ডের গোপনীয়তা থেকে শুরু করে ব্যক্তির গোপনীয়তা বজায় থাকবে। (Aadhar card new rules) আধার কার্ডের এই নতুন নিয়ম গুলি কার্যকর গোটা দেশ জুড়ে।

Aadhar Card Download:- Click here 

Aadhar card website:- Click here

About Author