কম খরচে Jio সবথেকে সস্তা তিনটি রিচার্জ প্ল্যান ! সাশ্রয়ী মূল্যে মিলবে একগুচ্ছ সুবিধা

Published By: Su Sangbad Desk | Published On:

জিও সিম ব্যবহারকারীদের জন্য সুখবর জিও তার গ্রাহকদের জন্য একাধিক প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যা বৈধতা এবং ডেটার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করছে। এখন অনেকেই মনে করবেন জিওর বর্তমান প্লান গুলির মূল্য অনেকটাই ব্যয়বহুল হয়ে উঠেছে তবুও এমন কিছু প্ল্যান জিও গ্রাহকদের জন্য উপলব্ধ রয়েছে যা সবথেকে সেরা এবং খুবই সস্তায় গ্রাহকদের উন্নত মানের পরিষেবা প্রদান করে, জিওর সবথেকে সাশ্রয়ী মূল্যের তিনটি প্লান হলো –

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

১) জিওর ৩৯৯ টাকা প্লান :

জিওর ৩৯৯ টাকার প্ল্যান কেন সস্তা ? কেননা ৩৯৯ টাকায় রিচার্জ করলে জিও তার গ্রাহকদের ২৮ দিনের বৈধতা অফার করছে শুধু তাই নয় এই প্লানে গ্রাহকদের 5G আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে এছাড়াও প্রতিদিন ২ জিবি করে 4G ডেটা পাচ্ছেন । গ্রাহকেরা এই প্ল্যান থেকে আনলিমিটেড কলিং এবং ডেটা উভয়ই সুবিধা নিতে পারবেন, কাজেই এই প্লানটি তাদেরই জন্য সবথেকে উত্তম হবে যাদের প্রতিদিন প্রচুর ডেটার প্রয়োজন হয় বিভিন্ন কর্ম ক্ষেত্রে বা বিনোদনের জন্য এই প্ল্যানটি সবথেকে সেরা বলে ধরে নেওয়া হচ্ছে ।

২) জিও ৮৫৯ টাকার প্ল্যান:

৮৫৯ টাকার প্লানটি দিয়ে রিচার্জ করলে জিও তার গ্রাহকদের ৮৪ দিনের জন্য বৈধ এবং এতে প্রতিদিন ২ জিবি ডেটা দিচ্ছে। এছাড়াও, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা প্রদান করছে। যারা কম খরচে দীর্ঘমেয়াদী প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই প্ল্যানটি খুবই উপযোগী ।

৩) জিও ২৪৯ টাকার প্ল্যান:

২৪৯ টাকার প্লানটি রিচার্জ করলে ২৮ দিনের জন্য বৈধ এবং এতে প্রতিদিন ১ জিবি ডেটা পাওয়া যাবে । এছাড়াও, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা রয়েছে। যারা কম ডেটা ব্যবহার করেন এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এটি সব থেকে সেরা প্ল্যান।

উল্লেখ্য এই তিনটি প্ল্যান জিওর সেরা প্ল্যানগুলির মধ্যে অন্যতম। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী এই প্ল্যানগুলি বেছে নিতে পারেন।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গে ক্লার্ক নিয়োগ হচ্ছে ! অনলাইনে তাড়াতাড়ি আবেদন করুন

About Author