ফের বাংলার বাড়ি প্রকল্পে ১ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে | Bangla awas yojana payment

Published By: Su Sangbad Desk | Published On:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৭ই ডিসেম্বর থেকে সারা রাজ্যে জুড়ে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় প্রত্যেক জেলার উপভোক্তাই টাকা পেয়ে গেছে। সম্পূর্ণ নতুন ঘোষণা ফের ১ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাঠাবে রাজ্য সরকার।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

আবারো কাদের টাকা দেওয়া হবে?

বাংলার বাড়ি প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রথম ধাপে ১২ লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বর্তমানে ১১ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে ফের আরো ১ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে।

বাংলার বাড়ি প্রকল্পে ১ লক্ষ উপভোক্তাকে কবে টাকা দেওয়া হবে? 

প্রথম ধাপে যে ১২ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা ছিল সেখানে ২০২২ সালের কেন্দ্রীয় পার্মানেন্ট ওয়েটিং লিস্টের (PWL) নাম ছিল এবং তার সাথে রাজ্যে ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে যে বাড়িগুলো ভেঙে গিয়েছিল সেখানে ১ লক্ষ উপভোক্তার নাম যুক্ত করা হয়েছে। অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে ১১ লক্ষ ও ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়ি ১ লক্ষ ছিল। ইতিমধ্যে জানুয়ারি মাসের মধ্যেই পার্মানেন্ট ওয়েটিং লিস্টের ১১ লক্ষ উপভোক্তার প্রায় সকলেই টাকা পেয়ে গিয়েছে। এখন বাকি ১ লক্ষ উপভোক্তার টাকা মার্চ মাসের মধ্যেই দেওয়া হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছে পরের কিস্তি বা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে? 

১২ লক্ষ উপভোক্তার মধ্যে যারা প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে ব্যাংকের একাউন্টে পেয়ে গিয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন। তবে প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ির কাজ অর্ধেক করার পর দ্বিতীয় কিস্তির টাকা মিলবে। প্রথম কিস্তি টাকা বাড়ি বানানোর কাজে ব্যবহার হয়েছে কিনা আধিকারিকরা ফের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা চলতি বছরের এপ্রিল-মে মাস নাগাদ দেওয়া হবে।

About Author