আজ আলুর দাম কেজি প্রতি কত ? ভিন রাজ্যে আলু রফতানি করা বার্তা : Potato price today

Published By: Su Sangbad Desk | Published On:

বিগত বছরগুলির তুলনায় এবারে আলু চাষ ১০ শতাংশের অধিক জমিতে হচ্ছে বলে খবর । আবহাওয়া ভালো থাকায় আলুর ফলনও ভালো হবে বলে চাষীদের বক্তব্য । উল্লেখ্য এখনও পর্যন্ত হিমঘরে দেড় লক্ষ টন আলু মজুদ রয়েছে। গত বছর আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে কড়া নির্দেশিকা দিয়েছিল রাজ্য ,ব্যবসায়ী মহল ও চাষীদের একাংশের বক্তব্য এবারে যেহেতু আলুর ফলন বাড়তে চলেছে এবং গতবারের মতো এবারও যদি ভিন রাজ্যে আলু রফতানি বিষয়ে করাকরি করে সেক্ষেত্রে বিপাকের মুখে পড়তে হবে আলু ব্যবসায়ী ও চাষীদের কেননা বিগত বছরগুলির তুলনায় যেহেতু এবারে আলুর ফলন ব্যাপক হয়েছে এবং যে পরিমাণ আলু উৎপাদন হবে সবটা আমাদের রাজ্যে প্রয়োজনই নেই ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করে দিলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে বলে খবর ।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

গতবারের তুলনায় এ বছর আলু চাষ কেন বেশি হচ্ছে উল্লেখ্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই প্রসঙ্গে বলেন একদিকে যেমন কৃষকেরা আলুর দাম ভালো পেয়েছে অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা মুখ্যমন্ত্রী ঘোষণা মতাবিক আলুর ক্ষতিপূরণ পেয়েছেন । আলুর জন্য বীমা করতে প্রিমিয়ামের কোন খরচা দিতে হয় না সম্পূর্ণ প্রিমিয়ামই রাজ্যই বহন করে ফলে এই কারণে রাজ্যের চাষীরা আলু চাষে উৎসাহিত হয়েছেন ।

প্রসঙ্গত বিভিন্ন জায়গায় আলু তোলা শুরু হয়ে গিয়েছে, বাজার গুলিতে নতুন আলু আসা শুরু হয়ে গিয়েছে এবং এই নতুন আলুর  বাজার মূল্য বর্তমান কি রয়েছে এবং নতুন আলু ভিন রাজ্যে পাঠানো নিয়ে সরকারের তরফে কি বার্তা দেওয়া হয়েছে । উল্লেখ্য বর্তমানে আলু ভিন রাজ্যে এবং ভিন দেশে পাঠানো নিয়ে এখনো পর্যন্ত সারকারের করাকরি নির্দেশিকা রয়েছে উল্লেখ্য  এখনো পর্যন্ত আলু ভিন রাজ্যে পাঠানো নিয়ে সরকারের তরফে কোন স্পষ্ট আপডেট জানানো হয়নি সূত্রের খবর আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের এই পদক্ষেপ ।

আলুর বর্তমান বাজার মূল্য? Potato price update

কলকাতায় বর্তমান আলুর দাম কেজি পতি ৩২ টাকা দরে কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্স সদস্যরা কলকাতার বিভিন্ন বাজারে কড়া নজরদারি চালাচ্ছে । কৃষি দপ্তর সূত্রে খবর কলকাতার প্রায় ১৫ টি বাজারে আলুর দাম কেজি প্রতি ৩২ টাকা এবং অন্যান্য বাজারে দাম কেজি প্রতি ৩০ টাকা । কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বক্তব্য সুফল বাংলার স্টলগুলিতে আলুর দাম কেজি পতি ২৪ টাকা ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে কলকাতার বিভিন্ন বাজারে আলুর দাম প্রতিদিন কি থাকছে তা নজরে আনতে টাস্ক ফোর্স হানা দিয়েছে একাধিক বাজারে।

আরও পড়ুন –রাজ্য জুড়ে দুয়ারে সরকার(২০২৫)ক্যাম্প কবে,কোথায় ও কি কি নতুন পরিষেবা পাবেন | Duare sarkar camp list 2025

About Author