Bangla awas yojana: পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি (Banglar bari) প্রকল্পে ১২০,০০০ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অর্থবর্ষের শুরুতেই। সেই মতোই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনুষ্ঠানিকভাবে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাংকের একাউন্টে ১৭ই ডিসেম্বর ছেড়েদেন। অনেকেই ইতিমধ্যে সেই টাকা ব্যাংকে পেয়ে গিয়েছেন এখন একটা বড় প্রশ্ন থেকে যায় দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ ফের ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে কত তারিখ ঢুকবে? ইতিমধ্যে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারিখ ঘোষণা করে দিলেন গত বৃহস্পতিবার নবান্ন থেকে।
কারা পাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা? Bangla awas yojana list 2024-25
দীর্ঘদিনের রাজ্য ও কেন্দ্র সরকারের টানাপড়নের কারণে, 2022 সালের অনুমোদিত হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) প্রকল্পে বাড়ি বানানোর 1 লক্ষ 20 হাজার টাকা পশ্চিমবঙ্গের বাসিন্দারা পায়নি। তবে রাজ্য সরকার ঘোষণা দিয়েছিলেন যদি কেন্দ্র সরকার টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই বাংলার গরীব মানুষের মাথার উপর ছাদ তৈরি করে দেবেন রাজ্য সরকার। সেইমতো কাজ শুরু করা হয় গত দু’মাস আগেই 2022 সালের 11 লক্ষ অনুমোদিত নাম ও ঘূর্ণিঝড়-দুর্যোগে বাড়ি ভেঙে যাওয়া 1 লক্ষ নাম সমেত, PWL নামের মোট 33 লক্ষ উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজ চালানো হয়। এর মধ্যে 28 লক্ষ উপভোক্তা বাড়ি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এবং পরের ধাপে 16 লক্ষ উপভোক্তা টাকা পাবে।
বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে? Bangla awas yojana second installment date 2025
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যারা বর্তমানে প্রথম কিস্তির 60 হাজার টাকা পাচ্ছে, তাদেরকে 2025 সালের মে মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির 60 হাজার টাকা পাঠানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে এখানে শর্ত রয়েছে, যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছে সেই টাকা সঠিকভাবে বাড়ি বানানোর কাজে ব্যবহার করার পরই দ্বিতীয় কিস্তির টাকা তারা পাবে।
আরো পড়ুনঃ বাংলা আবাস যোজনার লিস্ট মোবাইলে দেখুন সব জেলার দিল | Bangla awas yojana list 2024
পরের ধাপে কারা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবে? Bangla awas yojana payment
মোট 28 লক্ষ উপভোক্তা এবারে বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। প্রথম ধাপে 17ই ডিসেম্বর থেকে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। পরের ধাপে 2025 সালের মে মাসের মধ্যে ফের 8 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60 হাজার টাকা দেবে এবং পরবর্তীতে চলতি বছরের ডিসেম্বর মাসে বাকি 8 লক্ষ উপভোক্তাকে বাংলা আবাস যোজনার টাকা দেবে। সর্বমোট পরের ধাপে 16 লক্ষ উপভোক্তা টাকা পাওয়ার জন্য অপেক্ষারত রয়েছে।
আবাস যোজনার ফের সার্ভের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার জানিয়েছেন, বাকি 16 লক্ষ সুবিধাভোগীকে টাকা দেওয়ার আগে ফের যাচাই পর্ব চালাতে হবে। তবে বাড়ি বাড়ি আবারও সার্ভের কাজ চালানো হবে কিনা এ বিষয়ে কোন তথ্য দেয়নি সরকারি আধিকারিকেরা।