Bangla Awas Yojana Final List Check 2024 : আবাস যোজনা লিস্টে নাম দেখুন

Published By: Su Sangbad Desk | Published On:

বাংলা আবাস যোজনা প্রকল্পের সার্ভে শেষ হয়ে গিয়েছে ১৮ ই নভেম্বর এখন টাকা দেওয়ার মোক্ষম সময় চলে এসেছে হাতে মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা এরপরই ব্যাংক একাউন্টে বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ঢুকতে চলেছে । তবে কারা কারা বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য টাকা পাবেন তার লিস্ট দেখা শুরু হয়ে যাচ্ছে কিভাবে লিস্ট দেখবেন এবং লিস্টে নাম আসার পর কত তারিখ আপনাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকবে কোথা থেকে লিস্ট দেখবেন আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আবস যোজনার লিস্ট কবে দেবে?(Awas Yojana list check)

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ যৌথ প্রশাসনিক ভবন থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে স্পষ্ট জানানো হয়েছে রাজ্যে প্রকৃত উপভোক্তারা বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন কত তারিখ ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হবে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে টাকা স্থানান্তর করা হবে কয়টি ধাপে টাকা দেওয়া হবে । উল্লেখ্য বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ির টাকা উপভোক্তাদের ব্যাংক একাউন্টে পাঠানোর আগে আরও ৬ ধরনের কার্যকলাপ বাকি রয়েছে কি সেই ৬ ধরনের কার্যকলাপ তা নিম্নে আলোচনা করা হলো ।

ডেটা এন্ট্রি এবং অস্থায়ী তালিকা তৈরি হবে  ২৮ নভেম্বর ২০২৪ এর মধ্যে
ব্লক/এসডিও/ডিএম অফিস এবং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রদর্শন, আপত্তি নিষ্পত্তি ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত
গ্রামসভার অনুমোদন দেবে ১১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে
ব্লক লেভেল কমিটির অনুমোদন দেবে ১৩ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে
জেলা পর্যায়ের কমিটি কর্তৃক অনুমোদন দেবে ১৬ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে
তহবিল প্রকাশের জন্য প্রস্তুত ২৩ ডিসেম্বর ২০২৪এর মধ্যে

আবাস যোজনা লিস্টে কিভাবে নাম দেখবেন(How To Check Awas Yojana Final List 2024)

উল্লেখ্য ব্লক/এসডিও/ডিএম অফিস এবং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ২৯ নভেম্বর থেকে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা দেখতে পারবেন রাজ্যবাসীর একাংশেই এবং সেই নির্দিষ্ট তালিকায় আপনার নাম খুঁজে নিতে হবে যদি লিস্টে নাম থাকে তবেই মিলবে বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ২৩ শে ডিসেম্বর । যদিও বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা ৩ টি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে পাঠানো হয় তবে প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ প্রকাশিত হলেও দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়।

আবাস যোজনা প্রকল্পে কাদের কাদের লিস্টে নাম তোলা হবে(Awas yojana new list)

প্রসেসন সূত্রে খবর বাংলা আবাস যোজনা প্রকল্পে মোট ২ টি তালিকা তৈরি হচ্ছে এক পৃথক তালিকা অন্যটি মূল তালিকা মুল তালিকায় কাদের নাম উঠবে পৃথক তালিকায় কাদের নাম উঠবে । ২০২২ সালে কেন্দ্রের সহকারে পোর্টালে যে ১১ লক্ষ্য উপভোক্তার নাম অনুমোদন দেওয়া হয়েছিল সেই নাম ধরেই মূল তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে মূল তালিকায় কোন নতুন নাম অন্তর্ভুক্ত করা হবে না স্পষ্ট জানানো হয়েছে । সম্প্রতি ঘটে যাওয়া কিছুদিন আগে ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি নষ্ট হয়েছে বা বাড়ি ভেঙে গিয়েছে সেই সকল উপভোক্তাদের জন্য পৃথক তালিকা তৈরি করছে রাজ্য এবং সেটা জেলার উচ্চ পর্যায়ে আধিকারিকদের দ্বারা বিবেচনা করার পর তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন-Bangla Awas Yojana 2024

আরও পড়ুন-রাজ্য জুড়ে ফের চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম

 

About Author