রি-সার্ভে নিয়ে করা নির্দেশ মুখ্যমন্ত্রীর। নেতা, আমলাদের সচেতন । উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কেন্দ্র সরকার যে নিয়ম দিয়েছে সেই নিয়মে নয় । সহানুভূতিশীল ভাবে তৈরি করা হবে নতুন ঘরের তালিকা।
প্রতি জেলায় এই নিয়ে দুই বার তৈরী করা হচ্ছে আবাস যোজনার তালিকা । আর এতেই বিক্ষোভের মুখে পড়েছে সরকারী প্রতিনিধিরা। এমন অবস্থায় রাজ্যের মানুষকে নিশ্চিন্তে থাকার কথা বলেছেন রাজ্য সরকারের প্রধান উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায় । তাঁর কথা নতুন করে সার্ভে নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই এমনটাই জানিয়েছেন তিনি।
Awas Yojana new Update
নবান্নতে আলোচনায় বসে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ লাইভ ইন্টারনেটের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আরো সহানুভূতিশীল হয়ে সার্ভে করতে হবে । যে তালিকা তৈরি হবে সেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার আগে সব কিছু বেশি করে নিশ্চিত করতে হবে, যাতে যারা পাওয়ার যোগ্য তাঁরা যেনো কোন ভাবেই বঞ্চিত না হয় । এই কথার পর আলাপন বন্দোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে করেন এবং তিনি বলেন কোন কোন বিষয় খুঁটিনাটি ভাবে দেখা হবে সেটাও তিনি ভালো করে জানিয়ে দেন। যারা এই মুহূর্তে পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন বা অন্য কোথাও চলে গিয়েছেন এই গুলো ভালো করে দেখতে হবে। আর তাছাড়া কেন্দ্রীয় সরকারের প্রতারণা নিয়েও সরব হন তিনি।
প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ অনেক দিনের। আগে রাজ্যে আবাস যোজনার অনেক দুর্নীতি ধরা পড়ায় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলো কেন্দ্র সরকার। অনেক মানুষের টাকা আটকে দিয়েছিলো বলে অভিযোগ করে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে বার বার দিল্লিতে এই নিয়ে বলা হলেও কোনো কাজ হয়নি। টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার । পরে রাজ্য সরকার টাকা দেবে বলে ঘোষণা করে । তবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কেন্দ্র যা শর্ত দেবে সেই শর্ত মেনে নেওয়া হবে না । সহানুভূতিশীল হয়ে বিবেচনা করে তৈরি করা হবে আবাস যোজনার তালিকা।
আরও পড়ুনঃ বাংলা আবাস যোজনা সবাই বাড়ি পাবেন চিন্তা নেই কেউ বাদ যাবেন না |
আরও পড়ুনঃলক্ষ্মীর ভান্ডার চালু হলো নতুন নিয়ম! নভেম্বর মাসে টাকা কবে ঢুকবে |