RRB New Group D Recruitment 2024: রেল এর গুরুত্বপূর্ণ নোটিশ মাধ্যমিক পাশে গ্রুপ ডি নিয়োগ

Published By: Su Sangbad Desk | Published On:

RRB Apply Process : যারা ঘরে বসে আছেন তাদের জন্য দারুণ সুসংবাদ। শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করতে পারবেন। রেল এনেছে সেই সুযোগ। প্রায় 1 লক্ষ পদে নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য ভালো দিক একটা । ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আমার আপনার যাদের স্বপ্ন যখন রেল তখন ঝটপট এই বিশদ বিবরণ দেখে ফেলুন ! মাধ্যমিক পাশে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। নিম্নে আছে বিস্তারিত তথ্য

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কোন কোন পদে নিয়োগ (Rrb vacancy)

নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (Under Graduate) CEN 06/2024-এর বিভিন্ন পদের জন্য নিয়োগ 20.09.2024 তারিখে RRB-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। এইবার নিয়োগে কিছু পরিবর্তন হয়তো আমরা লক্ষ্য করব । টেকনিক্যাল পদে এবং নন টেকনিক্যাল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ইন্ডিয়ান রেল ডিপার্টমেন্ট (Indian Rail Department)। অল ইন্ডিয়া (ALl India) থেকে আবেদন টি করতে পারবেন । পাশাপাশি অবশ্যই তাকে ভারতের বাসিন্দা হতে হবে । পদ গুলি হল :

1. টেকনিক্যাল পোস্ট (Technical post):

হেল্পার ইলেকট্রিক্যাল ওয়ার্কস
হেল্পার ইলেকট্রিক্যাল এসি
হেল্পার জেনারেল সার্ভিস
হেল্পার সিভিল
হেল্পার টেলিকমিউনেশন
হেল্পার ট্রাক মেশিন
হেল্পার পাওয়ার
হেল্পার সিগন্যাল

2.নন – টেকনিক্যাল পোস্ট (Non Technical post)
গেটম্যান
হেল্পার মেডিকেল
হসপিটাল অ্যাটেনডেন্ট
পোর্টার
অ্যান্সিস্ট্যান্ট পয়েন্ট ম্যান
সুইপার কাপ পোর্টার

আবেদনের যোগ্যতা:

নন টেকনিক্যাল – মাধ্যমিক পাস
টেকনিক্যাল- মাধ্যমিক পাস সঙ্গে আই টি আই (ITI) সার্টিফিকেট

বয়স সীমা(Age limit):
18 থেকে 30 বছর বয়স ।
পাশাপাশি ওবিসি(OBC) দের জন্য 3 বছরের এবং এস সি/ এস টি(Sc/St) প্রার্থীদের 5 বছরের ছাড় দেওয়া হবে ।

নিয়োগ পদ্ধতি(RRB Selection process)

1.CBT বা কম্পিউটারাইজ পরীক্ষা
2. শারীরিক পরীক্ষা
3. নথি যাচাইকরণ

সি বি টি (CBT) এক্সাম প্যাটার্ন :
ফুল মার্কস (Full Marks) – 100
টোটাল মার্কস (Total Question) – 100 with negative marking
টাইম (Time) – 90 minutes
এমসিকিউ প্যাটার্ন এক্সাম (MCQ pattern exam)
Syllabus(বিষয়)
অঙ্ক (Math) -25
সাধারণ বিজ্ঞান (General science) -25
যুক্তি (Reasoning )- 30
সাধারণ জ্ঞান (General knowledge)-20

কোনো পরীক্ষার্থী CBT পাস করলে ফিজিক্যাল টেস্ট হবে । টেস্ট হবে এইভাবে

1.ছেলেদের ক্ষেত্রে (For Male candidate)

35 কেজি মাল বহন করতে হবে 100 মিটার দুমিনিট সময়ে। এবং 1000 মিটার রান কমপ্লিট করতে হবে 4:15 সেকেন্ড।

2.মেয়েদের ক্ষেত্রে (For Female candidate)

20 কেজি মাল বহন করতে হবে 100 মিটার দুমিনিট সময়ে । এবং 1000 মিটার রান কমপ্লিট করতে হবে 5:40 সেকেন্ড।

স্যালারি (Salary):

বেসিক 18000 – 28000 হাজার মাসিক বেতন দেওয়া হবে ।

আবেদন করতেঃ- এখানে হাত দিন

তারপর New Registration অপশনে ক্লিক করতে হবে । ক্লিক করার পর একটা ফর্ম ফিলাপের প্রোফাইল চলে আসবে । সেখানে নাম , জন্ম তারিখ , আধার নম্বর ইত্যাদি বিবরণ থাকবে পূরণ করতে হবে । তারপর সাবমিট (Submit) করতে হবে। ফর্ম ফিলাপের সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেটি যাচাইয়ের জন্য মোবাইলে পাঠানো হবে এবং সেই OTP ব্যবহার করতে হবে ।

নিজের পছন্দ মতো পদ সিলেক্ট করতে হবে ।

অনলাইন এর মাধ্যমে ফি দিতে হবে।

পরীক্ষার ভাষা নির্বাচন করতে হবে ।

প্রয়োজনীয় কাগজপত্র (Document) স্ক্যানার (scannar) এর মাধ্যমে যেমন ছবি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপলোড করতে হবে ।

আবেদনের তারিখ (Apply Date):

আবেদনকারীদের তাদের আবেদন অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে করতে হবে , এমনটি জানা যাচ্ছে RRB এর নোটিশ থেকে ।

আরওপড়ুন – Trai New Otp Rules 2024 মোবাইল ফোনে ১ নভেম্বর থেকে ওটিপি নাও আসতে পারে 

About Author