লক্ষ্মীর ভান্ডার চালু হলো নতুন নিয়ম! নভেম্বর মাসে টাকা কবে ঢুকবে

Published By: Su Sangbad Desk | Published On:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেয়েদের সাহায্য করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার (Lakhsmi Vandar) প্রকল্প 2021 সালে চালু করেন। যুগের পর যুগ ধরে অন্ধ ধর্মসংস্কার, কুসংস্কার, সামাজিক প্রথার বশবর্তী হয়ে পুরুষতান্ত্রিক সমাজ চেয়েছে মেয়েরা তাদের আনুগত্য স্বীকার করুক তাদের পায়ের নিচে থাকুক । অনেক সময় পণ নামক প্রথার কাছে মেয়েরা তাদের আত্মমর্যাদা আত্মসম্মান বিক্রিও করে। মধ্যযুগীয় কৌলিন্য প্রথা, বহুবিবাহ, বাল্যবিবাহ, সতীদাহ প্রথা চালু ছিল। আধুনিক বিশ্বে হয়তো এইসব প্রথা বন্ধ হয়ে গেলেও তার ছায়া আজও আমাদের পিছু ছাড়েনি। অর্থনৈতিক অক্ষমতা এই অত্যাচারের ও অন্যতম কারণ অর্থনৈতিক স্বচ্ছলতা নারীদের জীবনে আসলে হয়তো এই অত্যাচারের পথ বন্ধ হবে। এমন অনেক দুস্থ পরিবার আছে যেখানে আয়ের কোন উৎস নেই সেইসব পরিবারের মেয়ে, যারা এক কথায় কর্মহীন মহিলা, সরকারি কোন কাজ করেনা সেইসব 25 থেকে 60 বছর বয়সী মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ (Government of West Bengal) সরকার লক্ষ্মী ভান্ডার (Lakhsmi Vandar) প্রকল্প বাস্তবায়ন করেছেন। 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করা হয়েছে, প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্কা নারীদের জন্য মাসিক অর্থ প্রদান করে থাকে। তফসিলি ও আদিবাসী জনজাতি দের জন্য 1000 এবং অন্যান্য পরিবারের নারীদের জন্য 500 টাকা দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে তফসিলি ও আদিবাসী জনজাতি দের জন্য 1200 এবং অন্যান্য পরিবারের নারীদের জন্য 1000 টাকা দেওয়া হয়ে থাকে। 

লক্ষীর ভান্ডার আবেদন পদ্ধতি ( Lakshmi Bhandar Apply)

25 থেকে 60 বয়সী মহিলারা(Female Candidate) এই প্রকল্পটি আবেদন করতে পারবেন। কিন্তু সরকার অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে চাকরি করেনা তাদের জন্য এই প্রকল্প । আবেদন পত্র টি দুয়ারে সরকার ক্যাম্প (Duyare sarkar camp) থেকে বা বিডিও (BDO) অফিস বা পৌরসভা সংলগ্ন এলাকার মানুষ দের জন্য পৌর কমিশনার অফিসার এর মাধ্যমে পাওয়া যেতে পারে। এই আবেদনটি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Document) লাগবে।

1. স্বাস্থ্য সাথী কার্ড নম্বর। (Swasthya Sathi Card Number)

2.আধার কার্ড। (Aadhar Card)

3. কাস্ট সার্টিফিকেট (Caste certificate)

4. আবেদনকারীর ব্যাংকের পাসবুক। (Account Number)

5. আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটো।(Passport size photo)

6. সক্রিয় মোবাইল নম্বর আবেদনকারীর।

লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক (Lakshmi bhandar Payment Status) :

গুগলে সার্চ করতে হবে এই লিংকটি:  https://socialsecurity.wb.gov.in/track-applicant

তারপর মোবাইল নম্বর বা আধার কার্ড নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ড নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে চেক করা যাবে । যেকোনো একটি নম্বর দেওয়ার পর ক্যাপচারটা ঠিক করে ইনপুট করে সার্চ বাটনে ক্লিক করলে পুরো ইনফরমেশন সামনে চলে আসবে। অ্যাপ্লিকেশন আইডি, কবে টাকা দেওয়া হয়েছে, পরবর্তী টাকা কবে দেওয়া হবে ইত্যাদি। 

লক্ষ্মীর ভাণ্ডার নতুন আপডেট (Lakshmi bhandar New update)

পশ্চিমবঙ্গের (West Bengal) লক্ষ লক্ষ নারীরা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকে। প্রকল্পটি চালু হয় 2021 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)প্রবর্তিত লক্ষ্মী ভান্ডার (Lakahmi Vandar) এই প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসিক একটা আর্থিক সহায়তা লাভ করে থাকে । কিন্তু বর্তমানে সরকারি নিয়ম (Government new rules) যুক্ত করা হয়েছে। এই নিয়ম না মানলে কেউ আর টাকা পাবেন না, বন্ধ করে দেওয়া হবে এই আর্থিক সহায়তা।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতাধীন মহিলাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযোগ করা নেই, তাদের টাকা ঢুকবে না বা ক্যানসেল হয়ে যেতে পারে।

এই নতুন নিয়ম চালু করার মূল লক্ষ্য হলো যাতে এই সরকারি সুবিধার অপব্যবহার না করে কেউ। এই অপব্যবহার রোধ করার লক্ষ্যে সরকার এই নতুন নিয়ম চালু করেছে। আর কোনো যোগ্য মহিলা যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সরকার লক্ষ্মী ভান্ডার (lakshmi vandar)প্রকল্পে নতুন নিয়ম প্রবর্তন করেছেন।

লক্ষ্মীর ভান্ডারের নভেম্বর মাসের টাকা কবে ঢুকবে? (Lakshmi bhandar November month Payment Date)

প্রতিমাসের শুরুতেই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে দেওয়া হয় ১০ তারিখের মধ্যেই সেই টাকা উপভোক্তাদের ব্যাংক একাউন্টে(Lakshmi bhandar payment) চলে যায়। তবে এবারে যেহেতু দীপাবলি বা কালীপুজো মাসের শুরুতেই রয়েছে সেক্ষেত্রে মাসের ৬-৭ তারিখ নাগাদ সেই টাকা ব্যাংক একাউন্টে আসতে পারে।

অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মেয়েদের এই সরকারি সহায়তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি একটি শুধুই নামমাত্র প্রকল্প নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর একটি জনসেবা মূলক খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। 

Lakshmi bhandar status check: Click here 👈

About Author