বাংলা আবাস যোজনা সবাই বাড়ি পাবেন চিন্তা নেই কেউ বাদ যাবেন না | Bangla Awas Yojana

Published By: Su Sangbad Desk | Published On:

Awas Yojana:বাংলা আবাস যোজনা প্রকল্পে যাচাই পর্বের কাজ এক সপ্তাহ হতে চলল যদিও এই সার্ভের কাজ ৩০ শে অক্টোবর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে এই পর্যন্ত বহু উপভোক্তার বাড়িতে প্রতিনিধি দল পরিদর্শন করে উপভোক্তার সত্যতা যাচাই করছে কিন্তু এরই মধ্যেই দেখা যাচ্ছে অনেকের নাম তালিকা থেকে বাতিল করা হচ্ছে এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা খবর অনুযায়ী গোটা রাজ্যজুড়ে এমন বহু উপভোক্তা রয়েছে যাদের বাড়িতে সার্ভে যাচ্ছেনা কেননা তাদের তালিকায় নাম নেই । তাদের একটাই বয়ান আমাদের সত্যিকারে একটি বাড়ির প্রয়োজন বাড়ির অবস্থা একেবারে খারাপ কিন্তু আমরা প্রকৃতপক্ষে বাংলা আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত হয়ে রয়েছি ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সম্প্রতি চলা বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের  নাম তালিকা থেকে বাতিল করা হচ্ছে এবং যাদের লিস্টে নাম নেই বাড়িতে সার্ভে আসছেনা তারা কিভাবে একটি নতুন বাড়ির জন্য আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন কোন কাগজপত্র গুলি আপনাদের নিয়ে যেতে লাগবে সমস্ত কিছু আজকে এই প্রতিবেদনের মাধ্যমে সহজ ভাষায় জানার চেষ্টা করব ।

আবাস যোজনা নিয়ে রাজ্যের উদ্যোগ(Mamata banerjee)

উল্লেখ্য ২০২২ সাল থেকে কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দিয়েছে বাংলায় । কেননা কেন্দ্র সরকারের দাবি আবাস যোজনা প্রকল্প নিয়ে অনিয়ম হয়েছে বাংলায় অযোগ্য উপভোক্তাদের নাম তালিকায় ঢোকানো হয়েছে এমন একগুচ্ছ অভিযোগ তোলা হয়েছে, এরপর রাজ্য সরকার তরফে আবারও সমস্ত তথ্য পুনরায় যাচাই করানোর পর একাধিকবার চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে তাছাড়াও এই বিষয় নিয়ে বেশ কয়েকবার মিটিং হয়েছে কেন্দ্র রাজ্যের মধ্যে এমনকি রাজ্যের আধিকারিকেরা কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাড়ির টাকার বিষয়ে অনুরোধ জানিয়েছিল এরপরেও কেন্দ্রের তরফে কোনরকম সদুত্তর মেলেনি ।

উল্লেখ্য অবশেষে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা রাজ্যের কোষাগাড় থেকে টাকা ব্যয় করে রাজ্যের গরিব মানুষদের বাড়ি নির্মাণের জন্য টাকা দেবে এর জন্য শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে জেলায় জেলায় বাংলা আবাস যোজনা প্রকল্পের যাচাই পর্ব ।

সার্ভে লিস্টে নাম না থাকলে কি করবেন ।(Bangla Awas Yojana survey list)

মূলত বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের সার্ভের লিস্টে নাম নেই তারা দুটি পদ্ধতির মাধ্যমে বাংলা আবাস যোজনা প্রকল্পের একটি বাড়ির জন্য অনুরোধ জানাতে পারবেন একটি অনলাইন অন্যটি অফলাইন ।

১) প্রথম পদ্ধতি হচ্ছে যাদের বাড়িতে সার্ভে করতে আসছেনা তারা নতুন করে লিস্টে নাম তুলতে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে একটি বাড়ির জন্য অনুরোধ জানাতে পারেন । কিভাবে হেল্প লাইন নম্বরে ফোন করে বাড়ির জন্য আবেদন করবেন এবং আপনার আবেদনটি কোন পরিস্থিতির মধ্যে রয়েছে তা কিভাবে চেক করে দেখবেন মোবাইল থেকে এ বিষয়ে নিচের প্রতিবেদনটি দেখে নিন ।

আরও পড়ুন –বাড়ি বানানোর ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে বাংলা আবাস যোজনায় নতুন ফর্ম ২০২৪

২) নতুন করে বাড়ি পাওয়ার জন্য অফলাইন পদ্ধতিটি হচ্ছে যাদের লিস্টে নাম নেই তারা একটি সাদা কাগজে বাড়ি পাওয়ার জন্য একটি দরখাস্ত লিখে  বিডিও অফিসে জমা করবেন। কিভাবে সেই দরখাস্ত লিখবেন নিচে প্রতিবেদনটি দেওয়া হলো।

আরও পড়ুন-এখানে হাত দিন

সার্ভে করতে এসে আপনার নাম জোর করে কেটে দিলে কি করবেন( Bangla Awas Yojana list 2024)

বাংলা আবাস যোজনা প্রকল্পের  সমীক্ষার সময় আপনার নাম যদি জোরপূর্বক ভাবে কেটে দেওয়া হয় এবং আপনি যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পুনরায় নতুন করে বাড়ির জন্য আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে
নতুন করে পাকা বাড়ি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে একটি দরখাস্ত লিখে ব্লক অফিসে জমা করতে হবে দ্বিতীয়ত সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে আপনার অভিযোগটি জানাতে হবে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরটি নিচে দেওয়া হল-

(Sarasari Mukhyamantri Helpline Number) সোমবার থেকে শনিবার সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করুন-৯১৩৭০৯১৩৭০ (9137091370)

 

Sarasari Mukhyamantri Helpline Number
Sarasari Mukhyamantri Helpline Number
About Author