বাংলা আবাস যোজনায় নতুন নিয়ম ঘোষণা দিল রাজ্য সরকার সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে(Bangla awas) যাচাই পর্বে তথ্য সংগ্রহের ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা কর্মক্ষেত্রে এক জায়গা থেকে অন্যত্রে চলে গিয়েছেন অর্থাৎ বাড়িতে থাকেন না, বাইরে থাকেন কিন্তু বাংলা আবাস যোজনা বাড়ির লিস্টে নাম রয়েছে সেই সব উপভোক্তার বাড়িতে যেকোনো একজন সদস্য থাকলেই বাংলা আবাস যোজনা যাচাই পর্বে(Bangla awas yojana survey) তথ্য সংগ্রহ করা সম্ভব বলে জানানো হয়েছে, বলতে গেলে প্রথম পর্যায়ে বাংলা আবাস যোজনা সার্ভের সময় পরিবারের যেকোনো একজন সদস্যর উপস্থিতিতেই সার্ভে সম্পূর্ণ করার পর সেই উপভোক্তা বাড়ি পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করার পর ব্যাংক একাউন্টে প্রথম ধাপের ৬০ হাজার টাকা দেওয়া হবে।
বাংলা আবাস যোজনা প্রকল্পে মূলত ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা করে দেওয়া হয় বাড়ি বানানোর জন্য। ১ লক্ষ ৩০ হাজার টাকা পাহাড়ি অঞ্চলের উপভোক্তাদের দেওয়া হয়। তবে এই টাকা একবারে দেওয়া হয়না মোট তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় প্রথম পর্যায় ৬০ হাজার টাকা দ্বিতীয় পর্যায় ৪০ হাজার টাকা এবং তৃতীয় পর্যায় ২০ হাজার টাকা এভাবে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক একাউন্টে দেওয়া হয়।
তবে বিশেষভাবে মনে রাখতে লাগবে বাংলা আবাস যোজনা প্রকল্পে যেসমস্ত উপভোক্তা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকার জন্য যখন আবারও নতুন করে সমীক্ষা শুরু হবে তখন সেই উপভোক্তাকে বাধ্যতামূলক ভাবে সশরীরে উপস্থিত থাকতে হবে নচেৎ মিলবে না দ্বিতীয় কিস্তির ৪০ হাজার টাকা।(Bangla awas yojana list 2024)
আরো পড়ুনঃ বাংলা আবাস যোজনায় আজকে থেকে সার্ভে শুরু কি কি প্রশ্ন করছে
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের(Bangla awas yojana new update) যাচাই পর্বের কাজ আংশিক কিছু জেলাতে উপনির্বাচন থাকায় সার্ভের কাজ স্থগিত রয়েছে। ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের ঠিক করে দেওয়া নিয়মাবলী অবলম্বন করে সরকারি আধিকারিকেরা বাংলা আবাস যোজনা সার্ভে শুরু করে দিয়েছে। বাংলা আবাস যোজনা প্রকল্পের শর্ত মোতাবেক তালিকায় থাকা উপভোক্তাকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে সমীক্ষার সময় তবেই মিলবে বাড়ি পাওয়ার টাকা, কিন্তু পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সমীক্ষক দলকে কেননা অনেক উপভোক্তার লিস্টে নাম রয়েছে কিন্তু তারা কর্মসূত্রে বাইরে থাকেন যার ফলে সঠিক ভাবে তথ্য সংগ্রহ সম্ভব হচ্ছে না কেননা সমীক্ষার সময় উপভোক্তার নিজের ছবি, তাঁর বাড়ির ছবি পোর্টালে আপলোড করা হচ্ছে এছাড়াও জিও ট্যাগিং করা হচ্ছে এই সকল কারণে বহু পরিযায়ী শ্রমিকের নাম বাংলা আবাস যোজনা তালিকা থেকে বাতিল করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
আরো পড়ুনঃ বাড়ি বানানোর ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে বাংলা আবাস যোজনায় নতুন ফর্ম ২০২৪
উল্লেখ্য পরিযায়ী শ্রমিকদের বাংলা আবাস বাড়ির(Bangla awas yojana) তালিকা থেকে নাম বাতিল করার খবরটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কাছে যায় এরপরেই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৎক্ষণাৎ প্রশাসনকে নির্দেশ দেন পরিযায়ী শ্রমিকরা বাড়িতে না থাকলেও হবে, পরিবারের যেকোন একজন সদস্য থাকলে বা কোন আত্মীয় থাকলেও বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধা দেওয়া হবে।পরিযায়ী শ্রমিকদের তবে এই ছাড় শুধুমাত্র প্রথম পর্যায়ের সমীক্ষা পর্যন্ত বহাল থাকবে, দ্বিতীয় দফায় যখন সমীক্ষা করা হবে সেই সমীক্ষায় সংশ্লিষ্ট উপভোক্তাকে স্বশরীরে হাজির থাকতে হবে তবেই মিলবে বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর দ্বিতীয় ধাপের টাকা নচেৎ মিলবে না বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা।
Bangla awas yojana form download: বাংলা আবাস যোজনায় নতুন ফর্ম ২০২৪
আরো পড়ুনঃ বাংলা আবাস যোজনার নতুন লিস্ট ২০২৪ | Bangla Awas Yojana List 2024
আরো পড়ুনঃ শুরু বাংলা আবাস যোজনার কাজ সার্ভের মোট ১১ দফা শর্ত