প্রথম দিনে মাত্র ২০ হাজার বাড়িতে সার্ভে | Bangla Awas Yojana survey

Published By: Su Sangbad Desk | Published On:

Bangla Awas Yojana: ২১ তারিখ সোমবার থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পে সার্ভে শুরু হয়ে গিয়েছে । কিন্তু বাংলা আবাস যোজনায় সার্ভের প্রথম দিনের সকাল থেকে সরকারি আধিকারিকেরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে, উল্লেখ্য যে অ্যাপের মাধ্যমে(Bangla Awas Yojana app)সার্ভে বা তথ্য সংগ্রহ করার কথা ছিল সেই অ্যাপ ঠিকঠাক মত কাজ করছেনা ,সকাল থেকে সরকারি আধিকারিকেরা ঠিকমতো কাজ করতে পারেনি । খবর সূত্রে জানা যাচ্ছে পঞ্চায়েত দপ্তরের আপ্রাণ চেষ্টায় দুপুরের পর সম্পূর্ণ ভাবে অ্যাপটি সক্রিয় হয় এবং সরকারী আধিকারিকেরা সার্ভের কাজ শুরু করে দেয় ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

উল্লেখ্য প্রথম দিনে অর্থাৎ সোমবারে গোটা রাজ্যে শুধুমাত্র ২০ হাজার উপভোক্তার বাড়িতে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana)প্রকল্পে সমীক্ষার কাজ সম্পূর্ণ হয়েছে । পঞ্চায়েত দপ্তর স্পষ্ট জানিয়ে দেয় বাংলা আবাস যোজনা প্রকল্পে সার্ভে করার উদ্দেশ্যে যে অ্যাপটির মাধ্যমে তথ্য সংগ্রহ করার কথা ছিল সেই অ্যাপটি সকালের দিকে একটু সমস্যা করে কিন্তু দপ্তরের টেকনিক্যাল বিভাগের আপ্রাণ চেষ্টার পর সেটা ঠিক হয়ে যায়।

Bangla Awas Yojana update

আজ ২২ তারিখ মঙ্গলবার বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি বাড়ি সার্ভে বা তথ্য সংগ্রহ করতে অ্যাপটি সম্পূর্ণরূপে সক্রিয়ভাবে কাজ করবে বলে আশাবাদী দপ্তর। জানা যাচ্ছে যে সরকারি আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে  বাংলা আবাস যোজনা প্রকল্পের(West Bengal Awas Yojana)সার্ভে করছে তাদেরকে আরও দ্রুততার সঙ্গে কাজ এগোতে নির্দেশ দেওয়া হয়েছে । সূত্র মারফত জানা যাচ্ছে গতকালের তুলনায় আজ বেশি সংখ্যক উপভোক্তার বাড়িতে বাংলা আবাস যোজনা প্রকল্পে সার্ভে করা হবে কেননা গতকাল কিছু টেকনিক্যাল গত সমস্যার কারণে কাজ সক্রিয়ভাবে এগোনো সম্ভব হয়নি ফলে আজ যেহেতু কোনরকম সমস্যা নেই তাই আশাবাদী সকলেই যে কাজের অগ্রগতি অনেকটাই এগোবে গতকালের তুলনায় আজ । (Bangla Awas Yojana survey list) এছাড়াও এই দিন দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় ৪ লক্ষ উপভোক্তার তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হয় কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা অ্যাপটির মধ্যে দেখা দেয় আর সেই কাজ থমকে যায়। তাছাড়ও উত্তর ২৪ পরগনায় ১ লক্ষ ৮০ হাজার ৩৯ জন উপভোক্তার বাড়িতে সার্ভে হবে। উত্তর ২৪ পরগনায় ১৯৯টি পঞ্চায়েত এলাকায় কাজটি করবে ৫৮২টি টিম । জেলা প্রশাসন সূত্রে খবর সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে (Government of West Bengal)যে আবেদনপত্র গুলি জমা পড়েছে সেই তালিকা এখনো পর্যন্ত যুক্ত করা হয়নি।

bangla awas yojana 2024

প্রসঙ্গত বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা খবর বাংলা আবাস যোজনা প্রকল্পে সার্ভে গতকাল শুরু হতে না হতে যেসকল জায়গায় উপনির্বাচন রয়েছে সেই সমস্ত জায়গায় বাংলা আবাস যোজনা(Bangla Awas Yojana survey stop)প্রকল্পে সার্ভে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে নির্বাচনকমিশনকে । তবে সব জায়গায় বাংলা আবাস যোজনা প্রকল্পের সার্ভে বন্ধ হবে না, সম্ভবত যে সকল জায়গায় উপনির্বাচন রয়েছে একমাত্র সেই সকল জায়গায় উপনির্বাচন পর্যন্ত সার্ভের কাজ বন্ধ থাকতে পারে বলে একটি খবর উঠে এসেছে।

বাংলা আবাস যোজনায় কার কার বাড়িতে সার্ভে (bangla awas yojana list 2024 west bengal)

উল্লেখ্য যাদের মাটির বাড়ি রয়েছে যাদের সত্যিকারের একটি বাড়ির প্রয়োজন তাদের বাড়িতে সরকারি আধিকারিকেরা পর্যবেক্ষণ করে দেখছে বাংলা আবাস যোজনা প্রকল্পে তাদের নাম তোলা যায় কিনা এই বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছে (bangla awas yojana list check) তাছাড়াও যাদের যাদের pwl লিস্টে নাম আছে তাদের বাড়িতে দপ্তরের আধিকারিকেরা পর্যবেক্ষণ করা শুরু করে দিয়েছে । আপনার বাড়িতে বাংলা আবাস যোজনা (bangla awas yojana) প্রকল্পের সার্ভে না আসলে আপনি বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে একটি অনুরোধ জানাতে পারেন যে আমার বাড়িটি পরিদর্শন করে দেখা হোক যদি আমি যোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হই সেক্ষেত্রে আমাকে একটি বাড়ি দেওয়া হোক।

About Author