Bangla Awas Yojana 2024: আজকে থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পে সার্ভে শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকেরা । ইতিমধ্যে সার্ভের দল বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের ফর্ম দিয়ে কি কি প্রশ্ন করা শুরু করে দিয়েছে, কাদের কাদের বাংলার আবাস যোজনায় বাড়ি দেওয়া হচ্ছে (Awas Yojana)। আপনি কি জানেন আপনার বাড়িতে সার্ভে আসবে কিনা, বাংলা আবাস যোজনা ফর্ম কোথা থেকে পাবেন তাছাড়াও অনেকে পাকা বাড়ি থাকার সত্ত্বেও বাংলা আবাস যোজনা প্রকল্পের ফর্মটি পূরণ করে জমা করবেন তারা কি বাড়ি পাবেন? আপনার বাড়িতে সার্ভে যাওয়ার আগে আপনাকে কোন কোন প্রস্তুতি গুলি নিয়ে রাখতে হবে তাহলে আপনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন চলুন আজকে এই প্রতিবেদনের মাধ্যমে সবকিছু জেনে নেওয়ার চেষ্টা করি।
বাংলা আবাস যোজনা সুবিধা (Bangal Awas Yojana Benefite)
শেষমেষ রাজ্যর সরকারের (Government of West Bengal )প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে চলল বাংলার আবাস যোজনা প্রকল্পে গরিব মানুষকে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য রাজ্যে সরকার যে আশা প্রত্যাশা দিয়েছিল বাংলার মানুষকে, সেই এক বুক আশা নিয়ে বসেছিল এ বাংলার কয়েক লক্ষ গরীব মানুষ যাদের মাথার উপরে ভালোভাবে ছাদটুকু ছিল না তাদের এবার পাকা বাড়ি(Bangal Awas Yojana ghor)হতে চলেছে । কেননা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের (Mamata Banerjee)ঘোষণাকে অবিলম্বে বাস্তবায়িত করার উদ্দেশ্যে ইতিমধ্যে কঠোরভাবে হাতে হাত রেখে আজ সোমবার ২১ তারিখ থেকেই কাজ শুরু করে দিয়েছে সরকারি অধিকারী যা চলবে আগামী ১০ দিন পর্যন্ত ।
বাংলা আবাস যোজনায় কি কি প্রশ্ন করা হচ্ছে ?( Bangla Awas Yojana Survey Criteria)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>নিম্নের সমস্ত প্রশ্ন উত্তর আপনাদের বোঝাতে হবে<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< | হ্যাঁ | না |
১ | আমার পরিবারের পাকা বাড়ি আছে। | ||
২ | আমার পরিবারে মোটর চালিত তিন/চার চাকার গাড়ি আছে। | ||
৩ | আমার পরিবার কৃষি কাজে ব্যবহৃত তিন/চার চাকার গাড়ির মালিক। | ||
৪ | আমার পরিবারের 5 একর বা তার বেশি সেচ সুবিধাবিহীন জমি রয়েছে। | ||
৫ | আমার পরিবারে সরকারি কর্মচারী কোনো সদস্য আছে। | ||
৬ | আমার পরিবারের অকৃষি প্রতিষ্ঠান রয়েছে যা সরকারের কাছে নিবন্ধিত। | ||
৭ | আমার পরিবারের কোনো সদস্য প্রতি মাসে 15,000 টাকার বেশি উপার্জন করেন। | ||
৮ | আমার পরিবার আয়কর (ইনকাম ট্যাক্স) প্রদান করে। | ||
৯ | আমার পরিবারের কোন সদস্য 15000 টাকার বেশি মাসিক আয়ের জন্য বৃত্তি কর (প্রফেশানাল ট্যাক্স) প্রদান করে। | ||
১০ | আমার পরিবার সেচ সুবিধাযুক্ত 2.5 একর বা তার বেশি জমির মালিক। |
১১ | পূর্বে সরকারের কোনো আবাসন প্রকল্প থেকে উপকৃত হয়েছে । অন্য আবাসন প্রকল্পে আমার পরিবারের নাম অনুমোদিত হয়েছে। |
বাংলা আবাস যোজনায় কাদের কাদের বাড়ি দেওয়া হচ্ছে ?(Bangla Awas Yojana list)
প্রধানত বাংলার আবাস যোজনা (Awas Yojana 2024)প্রকল্পে সেই সমস্ত উপভোক্তাদেরই বাড়ি দেওয়া হচ্ছে যাদের সত্যিকারের একটি বাড়ির প্রয়োজন দীর্ঘদিন ধরে কাঁচা বাড়িতে বসবাস করছে এমন উপভোক্তাদের চিহ্নিত করে বাংলা আবাস যোজনা বাড়ি দেওয়ার কাজ আজ সোমবার থেকে শুরু করেছে সরকারি আধিকারিকেরা।
খবর সূত্রে জানা যাচ্ছে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছেন এবার প্রায় ১৫ লক্ষ মতো উপভোক্তাকে বাংলা আবাস য়োজনা ( Bangla Awas Yojana scheme)প্রকল্পের আওতায় আনা হবে । জানা যাচ্ছে সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে মোটামুটি এবারে তিন শ্রেণীর উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে
১. যাদের ২০২২ সালের আবাস প্লাস(Awas Plus) অনুমোদন লিস্টে কেন্দ্র সরকারের পোর্টালে নাম ছিল অর্থাৎ PW List 2022 (Awas Yojana List 2024)।
২. বন্যায় যাদের বাড়ি ভেঙে গিয়েছে।
৩. সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে একটি বাড়ির জন্য অনুরোধ জানিয়েছেন।
PW List ২০২২ চিত্রঃ-
PW লিস্টে আপনার নাম আছে কিনা(Bangla Awas Yojana List 2024 Check)
আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার নতুন লিস্ট ২০২৪ 👈👈 এখানে হাত দিন
বাংলা আবাস যোজনায় আপনার বাড়িতে সার্ভে আসবে কিনা ( Bangla Awas Yojana Survey list 2024)
উপরিউক্ত ৩ শ্রেণীর উপভোক্তার মধ্যে আপনি হয়ে থাকলে আপনার বাড়িতে সার্ভের উদ্দেশ্যে সরকারি আধিকারিকেরা আসবে আপনার সত্যতা যাচাই করতে, কিন্তু যদি এই তিন শ্রেণীর মধ্যে একশ্রেণীরও উপভোক্তা না হয়ে থাকেন এবং আপনি যদি নিজেকে যোগ্য একজন উপভোক্তা মনে করেন বাড়ি পাওয়ার জন্য তাহলে সরাসরি বিডিও অফিসে গিয়ে অভিযোগ বক্সে আপনার যা আপত্তি থাকবে তা আপনি চিঠি আকারে বক্সে দিবেন এরপর সরকারি আধিকারিকেরা আপনার বাড়িতে পর্যালোচনা করতে আসবে আপনার সত্যতা যাচাই করবেন। যদি আপনি সত্যি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার নাম অনুমোদন লিস্টে তোলা হবে এবং ২০ ডিসেম্বর নাগাদ বাড়ি বানানোর প্রথম ধাপের টাকা দেওয়া হবে । (Bangla Awas Yojana Payment)
বাংলা আবাস যোজনা সার্ভে হওয়ার আগে আপনার কোন কোন ডকুমেন্ট রেডি রাখতে হবে (Bangla Awas Yojana List 2024)
ক) ব্যাঙ্ক/পোস্ট অফিস অ্যাকাউন্টের নম্বর ।
খ) ব্যাঙ্ক একাউন্ট অনুযায়ী নাম ।
গ) ভোটার কার্ড/রেশন কার্ড (যদি থাকে) এর নম্বর ।
ঘ) আধার নম্বর ।
ঙ) তপশিলি জাতি/উপজাতি/সংখ্যালঘু/অন্যান্য: (SC/ST/Minority/Others)
চ) বিশেষভাবে সক্ষম হয়ে থাকলে তার প্রমাণই করুন ন
ছ)মোবাইল নম্বর (আধারের সঙ্গে যুক্তকরা নম্বরটি দিন ।
উল্লেখ্য ইতিমধ্যে অনেকের পাকা বাড়ি রয়েছে তা সত্ত্বেও বাংলা আবাস যোজনা(Awas Yojana)প্রকল্পে নাম নথিভুক্ত করবেন অর্থাৎ ফর্ম ফিলাপ করে জমা করবেন । আপনাদের জানিয়ে রাখি প্রথমবার আপনার বাড়িতে সার্ভে করার উদ্দেশ্যে সরকারি আধিকারিকেরা কোনো কারণবশত আপনার যদি পাকা বাড়ি না দেখে থাকে এবং আপনার আবেদনটি জমা নিয়ে নেয়। পরবর্তীতে যখন সরকারি আধিকারিকেরা আবার রি-চেকিং করতে আসবে তখন আপনার নামটি বাদ দেওয়া হবে সুতরাং যে সমস্ত উত্তর চাওয়া হবে সেটা আপনাকে সঠিকভাবে দিতে হবে যেটা থাকবে সেটার উপর হ্যাঁ করবেন যেটা থাকবে না সেটার উপর না করবেন তবেই আপনারা বাড়ি পাবেন Bangla Awas Yojana Rules
বাংলার আবাস যোজনা ফর্ম কোথায় পাবেন(Bangla Awas Yojana form)
Awas Yojana Survey: জানা যাচ্ছে যে সরকারি আধিকারিকেরা বাংলা আবাস যোজনা প্রকল্পের সার্ভের উদ্দেশ্যে উপভোক্তাদের বাড়ি বাড়ি যাবে তারাই আপনাদের ফর্মটি হাতে দিবে এরপর তাদের সামনে আপনাদের ফর্মটি পূরণ করে জমা দিতে হবে ফর্মটি পূরণ করতে কোনো রকম সমস্যা হলে সরকারি আধিকারিকেরাই দেখিয়ে দেবে।
বাংলা আবাস যোজনা ফর্ম ডাউনলোড পদ্ধতি (Bangla Awas Yojana Apply Form Download)
বাংলার আবাস যোজনা (Bangla Awas Yojana Update) প্রকল্পের ফর্মটি নিচে দেওয়া হল এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তবে বিশেষ বার্তা ফর্মটি শুধুমাত্র নমুনা আকারে দেওয়া হয়েছে এই ফর্মটির সাথে সরকারি কার্যকলাপের কোন সম্বন্ধ নেই । এই ফর্মটি ফিলাপ করে আবেদন করলে আপনারা বাড়ি পাবেন না। আপনাদের ফর্মটি দেখানোর উদ্দেশ্যে এই ফর্মটি আমরা নমুনা আকারে দিয়ে রেখেছি। আপনি চাইলে সেটা ডাউনলোড করে দেখতে পারেন ।
Bangla Awas Yojana Apply Form Download: Click here👈👈
আরও পড়ুন:-বাংলা আবাস যোজনা ফর্ম ফিলাপ |