বাংলা আবাস যোজনার নতুন লিস্ট ২০২৪ | Bangla Awas Yojana List 2024

Published By: Su Sangbad Desk | Published On:

Bangla Awas Yojana List 2024: পূর্ব ঘোষণা মতই রাজ্য সরকার নিজেদের তহবিল থেকেই আবাস যোজনা ঘর বানানোর ১,২০,০০০ ও ১,৩০,০০০ টাকা দেওয়ার কাজ শুরু করছে ২১ অক্টোবর থেকে। ২১ অক্টোবর থেকে যাচাই পর্ব শুরু এবং ২০ ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা চলে আসবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

দীর্ঘদিন ধরে রাজ্য সরকার (Government of West Bengal) দাবি করছে যদি কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ‘বাংলা আবাস যোজনা’ নামে বাড়ি বানানোর টাকা দেবে ডিসেম্বর মাসের মধ্যেই। ইতিমধ্যে ২০২২-২৩ সালে Awas Plus কেন্দ্র সরকারের সমীক্ষার লিস্ট তৈরি রয়েছে, যার ভিত্তিতে প্রথম সমীক্ষা হবে তাছাড়াও যাদের ঝড় অথবা কোন প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ভেঙে গিয়েছে তাদেরও সমীক্ষার আওতায় আনা হবে এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করলেও সমীক্ষা বা সার্ভে করা হবে।

বাংলা আবাস যোজনা সার্ভে কত তারিখ হবে?

Bangla Awas Yojana New List 2024

২১ শে অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত সমীক্ষা বা সার্ভে হবে উপভোক্তার বাড়ি গিয়ে।

বাংলা আবাস যোজনা ২০২৪ সার্ভের কিছু গুরুত্বপূর্ণ তারিখ (Awas Yojana List 2024)

বাড়ি বাড়ি যাচাই  ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৪ এর মধ্যে।
পুনরায় যাচাই জেলা স্তর থেকে যে কোনদিন  ১৪ ই নভেম্বর ২০২৪ এর মধ্যে
খসড়া তালিকা তৈরি  ২০ নভেম্বর ২০২৪ এর মধ্যে 
ব্লক/এসডিও/ডিএম অফিস এবং জেলা অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ  ২১ থেকে ২৭ শে নভেম্বর ২০২৪ 
গ্রাম সভার অনুমোদন  ৪ঠা ডিসেম্বর ২০২৪ এর মধ্যে 
ব্লক লেভেল কমিটির অনুমোদন   ৯ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে
জেলা পর্যায়ের কমিটি কর্তৃক অনুমোদন  ১৩ই ডিসেম্বর ২০২৪ এর মধ্যে
প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেবে   ২০ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে

কাদের বাড়ি সমীক্ষা বা সার্ভে করা হবে?

  1. প্রাকৃতিক কারণ অথবা দুর্যোগে বাড়ি ভেঙে গেলে।
  2. ২০২২-২৩ সালে কেন্দ্রীয় সমীক্ষার তালিকায় যাদের নাম রয়েছে। 
  3. সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ি পাওয়ার জন্য আবেদন করলে।

আবাস যোজনা নিয়ে কেন্দ্র ও রাজ্যের ভূমিকা 

২০২২ সালের শেষে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে আবাস সমীক্ষা(Awas plus yojana) পরিচালনা করে রিপোর্ট নিয়ে সেখানে প্রায় ১১ লক্ষের নাম অন্তর্ভুক্ত করে। তবে সেই ১১ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানা পোড়ন শুরু হয়। যার ফলে এখনো পর্যন্ত উপভোক্তারা টাকা পায়নি, তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন যদি কেন্দ্র সরকার এই টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ টাকা দিয়ে বাড়ি বানিয়ে দেবে উপভোক্তাদের। এবারের বাজেটে সে ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে এবং সেই ১১ লক্ষ নামের সাথে আরো কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যারা বাড়ি পাওয়ার জন্য যোগ্য, যোগ্য উপভোক্তারা ২০ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাবে।

 আরো পড়ুন: কারা কারা বাড়ির টাকা পাবে ১১ টি শর্ত কি কি দেখুন👈👈👈

বাংলা আবাস যোজনা লিস্ট কোন ভিত্তিতে? (Bangla Awas Yojana List 2024 Check)

কেন্দ্রীয় সমীক্ষার প্রায় ১১ লক্ষ লিস্ট বাংলার উপভোক্তাদের তৈরি করা হয়েছিল ২০২২-২৩ সালে। সেই পার্মানেন্ট ওয়েটিং লিস্ট (PWL) ভিত্তিতে সমীক্ষা হবে যা ইতিমধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড রয়েছে। 

সার্ভের লিস্টে আপনার নাম আছে কিনা চেক করুন (Bangla awas yojana list 2024)

    • সর্বপ্রথম এই লিংকে ক্লিক করুন Click Here👈👈
    • এরপর রাজ্য সিলেক্ট করবেন।
    • জেলার নাম সিলেক্ট করুন।
    • গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করুন।
    • আর্থিক বছর নির্বাচন করুন (২০২২-২৩ সাল)।
    • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করুন।
    • ক্যাপচার পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করুন।
      bangla awas yojana list
      bangla awas yojana list

       

      • এরপর সম্পূর্ণ নামের লিস্ট চলে আসবে ডাউনলোড pdf অপশনে ক্লিক করুন।
        bangla awas yojana list
        bangla awas yojana list 2024

         

        •  সম্পূর্ণ লিস্ট ডাউনলোড হয়ে যাবে আপনার নাম আছে কিনা চেক করুন।
          bangla awas yojana list
          bangla awas yojana list 2024

           

        • শুধুমাত্র নিজের নাম খোঁজার জন্য pdf এর উপরেই একটি সার্চ বাটন পাবেন সেখানে ক্লিক করুন।
          bangla awas yojana list
          bangla awas yojana list check online

           

        •  এরপর Find অপশনে উপভোক্তার নাম দিয়ে সার্চ করুন।
          bangla awas yojana list
          bangla awas yojana survey list 2024

           

        •  যদি উপভোক্তার নাম লিষ্টে থাকে সেক্ষেত্রে হলুদ রং দিয়ে হাইলাইট হয়ে যাবে। 

এভাবেই বাংলা আবাস যোজনার নতুন সার্ভে লিষ্ট চেক করুন তাছাড়াও যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাংলার বাড়ি আবাস যোজনায় আবেদন করেছেন তাদেরও বাড়ি সার্ভে হবে।

Bangla Awas Yojana List 2024:Click Here👈👈

 

আরো পড়ুন:-বাংলা আবাস যোজনার ফর্ম ডাউনলোড করুন ( Bangla awas yojana form download)

আরো পড়ুন:- বাংলা আবাস যোজনা সার্ভেতে কোন কোন প্রশ্নগুলো করবে দেখুন? 

 

About Author