সরকার দিচ্ছে ১২০০০০ টাকা করে বাড়ি বানানোর জন্য(Awas housing payment)কিভাবে আবেদন করবেন?( Awas Yojana New apply)আবেদন করতে কোন কোন ডকুমেন্ট লাগবে, কোথায় গিয়ে আবেদন করবেন ? এক কথায় বাড়ির লিস্টে নাম না থাকলেও আপনারা কিভাবে লিস্টে নাম তুলে বাড়ি পাবেন সে বিষয়টি আজকে এই প্রতিবেদনের মাধ্যমে একনজোরে দেখে নেওয়ার চেষ্টা করব, খুব সহজে কিভাবে আপনি একটি বাড়ির জন্য আবেদন করতে পারবেন কি পদ্ধতি রয়েছে।
উল্লেখ্য কেন্দ্র এবং রাজ্য সরকারের মিলিত প্রকল্প আবাস যোজনা প্রকল্প(Awas yojana scheme)যে প্রকল্পের আওতায় কেন্দ্রের সরকারের তরফে ৬০ শতাংশ টাকা দেওয়া হয় এবং রাজ্য সরকারের তরফে ৪০ শতাংশ টাকা দেওয়া হয় এইভাবে রাজ্য এবং কেন্দ্র মিলিত হয়ে উপভোক্তাদের বাড়ি নির্মাণের টাকা দেয় ,কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রকল্পের টাকা কেন্দ্রে সরকারের তরফে দেওয়া হচ্ছে না বলে রাজ্যের তরফে অভিযোগ ,তাই রাজ্য সরকার ঘোষণা দিয়েছেন এ বাংলার গরিব এবং দরিদ্র মানুষ যাতে বঞ্চিত না হয় সেই উদ্দেশ্যে উপভোক্তাদের বাড়ি নির্মাণের সম্পূর্ণ টাকা এবার রাজ্যের সরকারই দিবে । ইতিমধ্যে এর জন্য শুরু হয়ে গিয়েছে কাজ , কারা কারা বাড়ি পাবেন তা নিয়ে একগুচ্ছ গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। কিভাবে বাড়ি পাবেন সে বিষয়ে চলুন জেনে নেওয়া যাক ।
বাড়ি পাওয়ার জন্য আবেদন পদ্ধতি ?(Bangla Awas Yojana apply)
জানা যাচ্ছে ২০২৪ সালে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প নামক যে প্রকল্প বাস্তবায়িত করছে(bangla Awas Yojana)উপভোক্তাদের বাড়ি নির্মাণের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়ার উদ্দেশ্যে সেই প্রকল্পে থেকে বাড়ি পাওয়ার জন্য কিছু গাইডলাইন দেওয়া হয়েছে ,এই প্রকল্পে বাড়ি পেতে হলে আপনাদের পাড়ায় যখন সরকারি আধিকারিকেরা সার্বে বা পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে যাবে তখনই আপনি সেই আধিকারিকদের জানাতে পারেন এবং এর পর আধিকারিকেরা আপনার বাড়ি পর্যবেক্ষণ করে দেখবে যদি সত্য এবং ন্যায্য উপভোক্তা হিসেবে আপনি চিহ্নিত হন সে ক্ষেত্রে আপনার লিস্টে নাম উঠবে এবং আপনাকে বাংলার বাড়ি প্রকল্পের আয়ত্তাধীনে আনা হবে তাছারাও কিছু ত্রুটিমুক্ত কারণের জন্য আপনার লিস্টে যদি নাম না উঠে আপনি যদি ন্যায্য উপভোক্তা হয়ে থাকেন এ বিষয়ে আপনার যদি কোন আপত্তি থেকে থাকে সেক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ আপনি আপনার পার্শ্ববর্তী ভিডিও অফিসে গিয়ে একটি অভিযোগ বক্স দেখতে পারবেন সেই বক্সে আপনি আপনার সমস্ত অভিযোগ জানাতে পারবেন সেই অভিযোগ পাওয়ার ৫ দিনের মধ্যে সরকারি আধিকারিকেরা পুনরায় আবারো সেই অভিযোগে নিষ্পত্তি করতে আপনার বাড়িতে পর্যবেক্ষণ করতে আসবে ,এরপর যদি আপনি সত্য এবং ন্যায্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হন সে ক্ষেত্রে আপনার লিস্টে নাম উঠবে । তাছাড়াও আপনি চাইলে সরাসরি মুখ্যমন্ত্রী হেপলাইন নম্বরে ফোন করেও আপনি একটি বাড়ির জন্য অনুরোধ জানাতে পারেন । এরপর যদি আপনার লিস্টে নাম ওঠে তবেই মিলবে আপনার ব্যাংক একাউন্টে বাড়ি নির্মাণের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা । বাড়ি বাড়ি সার্বে বা পর্যবেক্ষণ কাজ সুরু হবে ২১ তারিখ থেকে ।
এই ডকুমেন্ট গুল প্রয়োজন রয়েছে
১)উপভোক্তার নিজস্ব ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স। |
২)উপভোক্তার নিজস্ব ছবি। |
৩)উপভোক্তার নিজস্ব আধার কার্ড। |
৪)আবেদন পত্রের ফরম কপি। |
কারা কারা বাড়ির টাকা পাবেন? (Awas Yojana)
প্রথমত ২০২২ সালে যাদের লিস্টে নাম ছিল তাদের প্রথমত বাড়ি দেওয়া হবে তবে সত্যতা যাচাই করে(Awas Yojana survey)একবারই যে সত্যতা যাচাই করা হবে তেমনটা না, প্রথমবার সত্যতা যাচাই করার পর জেলা স্তর থেকে আবারো পুনরায় সত্যতা যাচাই করতে রি চেকিং করা হয় । দ্বিতীয়ত এবছর বন্যা পরিস্থিতির জন্য অনেকের বাড়ি ভেঙে গিয়েছে বা অনেকেরই অভিযোগ ছিল যে আমার কাঁচা বাড়ি এর সত্ত্বেও আমি বাড়ি পাচ্ছি না বা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেও একটি বাড়ির জন্য অনুরোধ জানিয়েছিলেন সেই সকল উপভোক্তার বাড়িতে দ্বিতীয় পর্বে যাচাই চালানো হবে এবং উপভোক্তাদের সত্যতা যাচাই করে অনুমোদন লিস্টে নাম তুলেই ২০২৪ সালে ডিসেম্বর ২০ তারিখ বাড়ি নির্মাণের প্রথম ধাপের ৬০ হাজার টাকা(Awas Yojana 1st installment)দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে ৪০ হাজার টাকা তৃতীয় ধাপে ২০ হাজার টাকা এভাবে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেওয়ার কার্যকলাপ রাজ্যে করবে।
আরও পড়ুনঃ-৩ দিনের মধ্যে শুরু বাংলার আবাস যোজনা।
আরও পড়ুনঃ-সুখবর! দেড় লক্ষ রাজ্যবাসীকে ১০০০ টাকা করে প্রতি মাসে দেবে রাজ্য সরকার যুক্ত করছে পুজার পরেই।