এইমাত্র ৩% ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মীদের দীপাবলীর বোনাস দিলেন সরকার 

Published By: Su Sangbad Desk | Published On:

এই মুহূর্তে দারুন সুখবর অবশেষে দীপাবলীর বোনাস দিল কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরাদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে । বেশ কয়েকদিন থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত ইতিবাচক কিছু সংকেত পাওয়া যাচ্ছিল ,কিন্তু অবশেষে সেই আশ্বাস বাস্তবায়িত হল । আজ বুধবার কেন্দ্র মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরাদের জন্য ৩ শতাংশ ডিএ (DA)বৃদ্ধির ঘোষণা দিলেন মোদি সরকার বলে খবর । যার ফলে (DA) ৫০ শতাংশ থেকে বেড়ে অংকটা দাঁড়ালো ৫৩ শতাংশ এর যেরে উপকৃত হতে চলেছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরা । বিশেষজ্ঞরা মনেকরছেন দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য DA বৃদ্ধির ঘটনা গোটা দেশের কেন্দ্রীয় সরকারের কর্মীদের কাজে আরো বেশি করে মনোযোগী হওয়ার উদ্দেশ্যে এই ভাতা অনুমোদন দিয়েছেন সরকার।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

 

মূলত সরকারের তরফে বছরে দুবার করে মহার্ঘ (Central DA) ভাতা বৃদ্ধি করা হয় । যা প্রথমবার জানুয়ারি মাসের দিকে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় এবং দ্বিতীয়বার জুলাই মাসের দিকে সরকারের তরফে সরকারি কর্মীদের (DA)বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় । যদিও এবছর মহার্ঘ ভাতা জুলাই মাসের দিকে বাড়ানোর কথা থাকলেও তা কিছুদিন সময় নিয়ে এবার অক্টোবরেই দিকেই কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বৃদ্ধি করল সরকার । বিগত ২০২৩ সালে সরকারের তরফে DA বৃদ্ধি করা হয়েছিল ৪ শতাংশ যার ফলে এক ধাক্কায় অংকটা দাঁড়িয়েছিল ৫০ শতাংশ আর এ বছর ৩ শতাংশ DA বাড়ায় মোট অংকটা দাঁড়াচ্ছে ৫৩ শতাংশ যার ফলে উপকৃত হতে চলেছে লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরা ।

 

বর্তমানে ৫৩ শতাংশ DA হওয়ায় যারা ১৮ হাজার টাকা করে পেতেন তারা এবার ৫৪০ টাকা করে বেশি পাবেন । বছরে যার পরিমাণ দাঁড়াবে ৬ হাজার ৪ শত ৮০ টাকা । তবে এটি একমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরাই পাবেন । যদিও পশ্চিমবঙ্গ রাজ্যের DA বৃদ্ধি সংক্রান্ত কোনো রকম আপডেট উঠে আসেনি । বিগত কিছুদিন ধরে কেন্দ্রীয় সরকারের DA বৃদ্ধি সংক্রান্ত সবুজ সংকেত মেলায় উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্য তাদের DA বৃদ্ধি করেছে ।

আরও পড়ুন –রাজ্যে সরকারি কর্মীদের (DA) মহার্ঘ ভাতা বারবে কিনা !

আরও পড়ুন –কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 ?

About Author