Banglar Bari New App Release : বাংলার আবাস যোজনা সার্ভের জন্য চালু হলো অ্যাপ

Published By: Su Sangbad Desk | Published On:

Banglar Bari: বাংলার আবাস যোজনা প্রকল্পে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য অবশেষে চালু হলো মোবাইল অ্যাপ (Survey for Rural Housing)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)যেমনটা ঘোষণা করে দিয়েছিলেন এবারে বাংলার আবাস যোজনা প্রকল্পের সার্ভে হবে একটি অ্যাপের মাধ্যমে তার কথামতো ইতিমধ্যে সেই অ্যাপ রিলিজ করা হয়েছে । উল্লেখ্য নবান্নের করা বার্তা বাংলার আবাস যোজনা প্রকল্পে সার্ভেতে( Banglar Bari Yojana survey) কোনরকম দুর্নীতির ছোঁয়া যাতে না লাগে সেই লক্ষ্যে এগোতে হবে কাজের অগ্রগতি,যতে নির্ভুল এবং স্বচ্ছ ভাবে তালিকা তৈরি করা যায় প্রকৃত উপভোক্তারাই যাতে বাড়ির সুবিধা পায় সেই কারণেই রাজ্যের তরফে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সার্ভের জন্য কোন অ্যাপ প্রকাশিত করা হয়েছে? Banglar Bari Yojana survey

সম্প্রতি সার্ভের উদ্দেশ্যে যে অ্যাপে প্রকাশিত করা হয়েছে( survey for rural housing)অ্যাপটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বাংলার আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার জন্য কিছু মানদন্ড সঙ্গে এও জানানো হয়েছে বাংলার আবাস যোজনা সার্ভের সময় আধিকারিকেরা ফিল্ড ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টের ছবি তুলবে উপভোক্তাদের বাড়িতে গিয়ে । অর্থাৎ বাংলার আবাস যোজনার বাড়ি পেতে একজন উপভোক্তাকে তার কোন কোন ডকুমেন্টের রেডি করে রাখতে হবে তাহলে সার্ভের সময় কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না উপভোক্তা এবং আধিকারিকদের । তাছাড়াও অ্যাপটিতে দেখতে পারবেন কোন কোন বাড়ি এখনো সার্ভে করা হয়নি অর্থাৎ পেন্ডিং লিস্ট(Banglar Bari pending list)থেকে শুরু করে ব্লক ভিত্তিক গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লিস্ট দেখতে পারবেন । এমনকি আপনার লিস্টে নাম আছে কিনা আপনার বাড়িতে সার্ভে করতে আসবে কিনা সেটাও জানতে পারবেন তো চলুন অ্যাপটির কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি ।

Banglar Bari New App Release : বাংলার আবাস যোজনা সার্ভের জন্য চালু হলো অ্যাপ

Survey for rural housing app কাজ কি ?

মূলত এখনো পর্যন্ত এই অ্যাপটি পরীক্ষামূলক অবস্থায় রয়েছে সমস্ত তথ্য এখনো পর্যন্ত আপলোড করা হয়নি বলে জানা যাচ্ছে । খবর সুত্রে জানা যাচ্ছে এই অ্যাপটির মাধ্যমে আধিকারিকেরা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে শর্ত মোতাবেক সার্ভের কাজ সম্পূর্ণ করবেন । এছাড়াও অ্যাপটিতে কিছু গুরুত্বপূর্ণ অপশন দেওয়া রয়েছে যেমন বাংলার আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার জন্য মোট ১১ খানা মানদন্ড বেধে দেওয়া হয়েছে ,সঙ্গে সেই মানদণ্ড মোতাবেক আধিকারিকেরা উপভোক্তাদের বাড়িতে পরিদর্শ করার পর হ্যাঁ না তে উত্তর নেওয়ার পর লিস্ট তৈরি করবেন । বাংলার আবাস যোজনা প্রকল্পের মোট ১১টি শর্ত( Banglar Bari Criteria)আজকে এই প্রতিবেদন থেকেই জানতে পারবেন । তাছাড়াও আধিকারিকেরা সার্ভে করতে গিয়ে তালিকায় নাম থাকা উপভোক্তাদের কাছ থেকে কোন কোন কাগজপত্র চাইবেন সেটাও জানতে পারবেন । প্রথম সার্ভের পর দ্বিতীয়বার তালিকায় থাকা নমের সত্যতা যাচাই করার জন্য রি-চেকিং কবে করা হবে (Banglar Awas Yojana Re-Checking)এছাড়াও চূড়ান্ত বা ফাইনাল তালিকা কবে কোথায় প্রকাশিত করা হবে ,সঙ্গে ব্লক লেভেল এবং জেলা লেভেল থেকে উপভোক্তাদের কত তারিখের মধ্যে অনুমোদন দেওয়া হবে।

বাংলার আবাস যোজনার মানদন্ড (Banglar Bari Criteria)

১) উপভোক্তার নিজস্ব কোন পাকা বাড়ি আছে কিনা , যদি পাকা বাড়ি থাকে তাহলে হ্যাঁ আর না থাকলে না তে উত্তর দিতে হবে । আপনাদের বুঝার সুবিধার্থে নিচে একটি চিত্র দেওয়া হল কিভাবে আপনাদের উত্তর নেওয়া হবে

Banglar Bari New App Release : বাংলার আবাস যোজনা সার্ভের জন্য চালু হলো অ্যাপ

২)উপভোক্তার নিজস্ব কোন মোটরচালিত তিন/চার চাকার গাড়ি আছে কিনা ।

৩)উপভোক্তার বাড়িতে তিন চাকা/ চার চাকার কোনো কৃষিজ সরঞ্জাম আছে কিনা ।

৪)পরিবারে কোনো সদস্য সরকারি চাকরিজীবী কিনা ।

৫)পরিবারে কোনো সদস্য সরকারের সাথে নিবন্ধিত অ-কৃষি উদ্যোগ ।

৬)পরিবারে কোনো সদস্য মাসে ১৫০০০ টাকার উপরে আয় করে থাকে কিনা ।

৭)উপভোক্তা আয়কর প্রদান করে কিনা ।

৮)পরিবারে কেউ পেশাদার কর প্রদান করে কিনা ১৫০০০ টাকার বেশি ।

৯)উপভোক্তর 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমির মালিক আছে কিনা ।

১০)উপোক্তার নিজের নামে ৫ একর বা তার বেশি সেচবিহীন জমির মালিক আছে কিনা ।

১১)পরিবারে কোন  সদস্য আগে থেকে কোন আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা ।

আরও পড়ুন-২০ তারিখ বাড়ি নির্মাণের টাকা লিস্টে নাম না থাকলেও মিলবে বাড়ির সুবিধা 

বাংলার বাড়ি সার্ভেতে Beneficiary কোন কোন ডকুমেন্ট ফটো তুলে আপলোড করা হবে?(survey document)

১.আধার কার্ড।
২.ব্যাংক একাউন্টের প্রথম পাতা।
৩.উপভোক্তার নিজস্ব ছবি।
৪.আবেদনপত্রের মোট ৪টি ফ্রম।

বাংলার বাড়ি যোজনায় কবে কি কাজ হবে ?

• বাংলার আবাস যোজনা প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে ২১ শে অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ।

•তালিকায় থাকা নামের সত্যতা যাচাই করতে রি-চেকিং করা হবে ১৪ ই নভেম্বর ২০২৪

•আবাস যোজনা সমস্ত তথ্য এবং অস্থায়ী তালিকা তৈরি করা হবে ২০ নভেম্বর ২০২৪

•ব্লক/এসডিও/ডিএম অফিস এবং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রদর্শন, আপত্তি নিষ্পত্তি ২১ থেকে ২৭ শে নভেম্বর মধ্যে করা হবে ।

•গ্রামসভার অনুমোদন দিবে ৪ ডিসেম্বর ২০২৪

•তালিকায় থাকা নাম ব্লক লেভেল কমিটির অনুমোদন দেবে ৯ ডিসেম্বর ২০২৪

•উপভোক্তাদের বাড়ির জন্য জেলা পর্যায়ের কমিটি কর্তৃক অনুমোদন দেবে ১০ই ডিসেম্বর ২০২৪

•চূড়ান্ত তালিকা অর্থাৎ ১০০ শতাংশ ত্রুটি মুক্ত তালিকায় থাকা উপভোক্তাদের ২০ ডিসেম্বর ২০২৪ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০০০০
টাকা ব্যাংক একাউন্টে দেওয়া হবে

আরও পড়ুনকৃষক বন্ধু প্রকল্পে কত জমিতে কত টাকা দেয়?

About Author