Pm kisan Yojana:পিএম-কিষান প্রকল্পে আজ থেকে মোদি দিচ্ছে পুজোর বোনাস ২০০০ টাকা ৪০০০ টাকা

Published By: Su Sangbad Desk | Published On:

আজকে থেকে কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা ঢোকা শুরু হচ্ছে ২০০০ টাকা ৪০০০ টাকা ৬০০০ ,কেননা আজ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) জনপ্রিয় প্রকল্প প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি ( PM Kisan scheme) প্রকল্পের ১৮ নম্বর কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে । মূলত পিএম-কিষান প্রকল্পের আওয়তায় সরকারের তরফে গোটা দেশের কৃষকদের ব্যাংক একাউন্টে ডিবিডি ট্রান্সফর প্রক্রিয়ার (direct benefit transfer ) মাধ্যমে বছরে ৬০০০ টাকা করে দিয়ে থাকে। যা একটি করে কিস্তির মূল্য ২০০০ টাকা ৪ মাস অন্তর অন্তর উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ১ টি করে কিস্তি পাঠানো হয়ে থাকে । এবারও ঠিক তার ব্যতিক্রম হচ্ছে না আজকে থেকেই শুরু হচ্ছে পিএম কিষান প্রকল্পের ১৮ নম্বর কিস্তির ( PM Kisan 18th Installment release) টাকা দেওয়ার কাজ । তবে আজ কাদের কাদের ব্যাংক একাউন্টে টাকা মিলতে চলেছে পিএম কিষান প্রকল্পের । তাছাড়াও এই ১৮ নম্বর কিস্তিতে অনেক কৃষক ২০০০ টাকার বদলে ৪০০০ টাকা পাবে অনেকেই আবার ৬০০০ টাকা পাবে । (PM kisan extra benefit) কোন সমস্ত উপভোক্তা এই অতিরিক্ত টাকা পাবে ? কেনইবা পাবে ? আপনি কি টাকা পাবেন কি পাবেন না । আজ না পেয়ে থাকলে কবে নাগাদ পাবেন সমস্ত আপডেট জানবো এই এক প্রতিবেদনের মাধ্যমে

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

PM kisan18th Installment update উল্লেখ্য আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 05-10-24 তারিখে মহারাষ্ট্রের ওয়াশিম থেকে 12:00 PM-এ PM KISAN স্কিমের 18তম কিস্তি রিমোট টিপে টাকা রিলিজ করে দিবেন । আর তৎক্ষণাৎ দেশের সমস্ত পিএম কিষান ( pm kisan) প্রকল্পের নাম নথিভুক্ত উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ডিবিডি ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা ক্রেডিট (payment credit) হওয়া শুরু হয়ে যাবে । এবারে পিএম কিষান প্রকল্পে ১৮ নং কিস্তিতে ( PM Kisan payment) মোট ৯ কোটিরও বেশি কৃষকের ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি নিয়েছে সরকার । তবে আজ কারা কারা টাকা পাবে, যেমনটি আপনারা জানেন প্রধানমন্ত্রী কৃষাণ সম্মানিধী প্রকল্পের টাকা সেই সমস্ত উপভোক্তাই পাবেন আজ । যে সমস্ত উপভোক্তাদের পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশারি স্ট্যাটাসে (beneficiary status) আপডেট রয়েছে । কি আপডেট থাকতে হবে ? ( Eligibility status) এ দেখতে হবে Aadhaar Bank Account Seeding Status সঙ্গে E-kyc status এবং Land Seeding status এই তিনটি আপডেট দেখে নিতে হবে । এবং বিশেষভাবে দেখে নিতে হবে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যাতে করে Payment Processed এই আপডেটটি থাকে তবেই আজ আপনার ব্যাংক একাউন্টে আর কয়েক ঘন্টার মধ্যে টাকা ক্রেডিট হবে।

Pm kisan Yojana:পিএম-কিষান প্রকল্পে আজ থেকে মোদি দিচ্ছে পুজোর বোনাস ২০০০ টাকা ৪০০০ টাকা

PM kisan scheme কারা কারা ২০০০ টাকার বদলে ৪০০০ টাকা পাবেন ; প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিবি ( PM Kisan) প্রকল্পে মূলত আপনাদের ১ টি করে কিস্তি মূল্য ২০০০ টাকা হিসেবে দেওয়া হয়ে থাকে সরকারের তরফে (PM Modi) । কিন্তু অনেক কৃষকই এই ১৮তম কিস্তিতে ৪০০০ টাকা পাবে । কারা পাবেন সেটা আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন । এর জন্য আপনাদের পিএম কিষান প্রকল্পের বেনিফিসারি স্ট্যাটাস খুলে নিতে হবে এবং সেখান থেকে আপনাদের ইনস্টলমেন্ট ডিটেলস (payment installment details ) বিকল্পটি বেছে নিতে হবে । এরপর গত যে ইনস্টলমেন্টে আপনার রয়েছে সেই বিকল্প বেছে নিতে হবে তারপরেই সেখানে দেখে নিতে পারবেন আপনার ইনস্টলমেন্টের ঘরে যদি পেমেন্ট ডিউ ( payment due) দেখায় তাহলে বুঝে নেবেন বর্তমানে ১৮ নং কিস্তির সঙ্গে গত কিস্তি, অর্থাৎ দুটি কিস্তির টাকাও একসঙ্গে এই ১৮তম কিস্তিতে মিলবে ব্যাংক একাউন্টে । এইভাবে আপনারা দেখে নিতে পারবেন আপনার কয়টি পেমেন্ট ডিউ রয়েছে তার ওপর ভিত্তি করে আপনি এবার ১৮তম কিস্তিতে টাকা পেতে চলেছেন।

 

Pm kisan Yojana:পিএম-কিষান প্রকল্পে আজ থেকে মোদি দিচ্ছে পুজোর বোনাস ২০০০ টাকা ৪০০০ টাকা

আরও পড়ুন: দূর্গাপূজায় বোনাস দিচ্ছে ১০০০০ টাকা রাজ্য সরকার,সরাসরি ব্যাংকে ঢুকছে 👈👈👈

PM-KISAN প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা

উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নীতি প্রকল্পটি বাস্তবায়ন করেছিল । দেশের সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে । যাতে করে দেশের সমস্ত কৃষকেরা ফসল রোপণ এবং বপনের আগ মুহূর্তে কিছুটা হলেও সাশ্রয় পায় । তবে PM-KISAN সুবিধাভোগীদের বেছে নেওয়ার ক্ষেত্রে কোনও বৈষম্য রাখেনি সরকার । উল্লেখ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে যোগ্য হওয়ার জন্য নিম্নলিখিত শর্তাবলীর মধ্যে পড়া উচিত নয়। নীচে সুবিধাভোগীদের কিছু ভাগ রয়েছে যারা এই প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার যোগ্য নয় -পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলে এই প্রকল্পের যোগ্য হিসেবে বিবেচিত হবে না/সমস্ত অবসরপ্রাপ্ত পেনশনভোগী যারা মাসিক 10,000/- বা তার বেশি পেনশন পান তাহলেও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন /যে কোনো ব্যক্তি যারা গত বছরে তাদের আয়কর প্রদান করেছেন তারা এই স্কিমের অধীনে যোগ্য নয়।

Pm kisan scheme সুবিধা পেতে নিম্নলিখিত নীতিগুলির থাকতে হবে

নাগরিকত্ব শংসাপত্র
জমিজমা সংক্রান্ত কাগজপত্র
আধার কার্ড
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ

About Author