BSB Form Fill Up: কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় উদ্যোগ বাংলা শস্য বীমা(Bangla Sasya Bima)। বাংলা শস্য বীমাতে বছরে 2 বার ফর্ম ফিলাপ করতে হয়, একটি খারিফ মরশুমে এবং আরেকটি রবি মরশুমে। ইতিমধ্যে রবি মরশুম শেষ এখন খারিফ মরশুম শুরু। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেবো কারা এখানে আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, বাংলা শস্য বীমাতে(BSB) আবেদনের শর্তাবলী কি রয়েছে?
কারা আবেদন করতে পারবে বাংলা শস্য বীমাতে(BSB Apply)?
যে কোন কৃষক চাষযোগ্য জমি দিয়ে বাংলা শস্য বীমাতে আবেদন করতে পারবে।
বর্তমানে কোন কোন ফসলে আবেদন চলছে?
বর্তমানে খারিফ 2024 এ ভুট্টা ও ধানের জন্য আবেদন চলছে (Bangla Sasya Bima Form Fill Up)।
আবেদন করতে কত টাকা লাগবে?
সম্পূর্ণ বিনামূল্যে বাংলা শস্য বীমাতে আবেদন করা যায়। পুরো প্রিমিয়ামের খরচ পশ্চিমবঙ্গ সরকার বহন করে।
(BSB Form 2024 Pdf) কিভাবে আবেদন করবেন?
বর্তমানে বাংলা শস্য বীমাতে (Bangla Sasya Bima) অফলাইনে ফর্ম পূরণ করে জমা করতে হয়। নিকটবর্তী কৃষি দপ্তর অফিস অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে এই ফর্ম পাওয়া যায়।
(Bangla Sasya Bima Form Fill Up) কিভাবে ফর্ম পূরণ করবেন?
প্রতিবেদনের নিচে ফর্ম ডাউনলোডের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ফর্মটি ডাউনলোড করবেন।
- প্রথমেই মধ্যস্থকারীর বিবরণ দিতে হবে। এখানে আবেদনকারীর হাত দেওয়ার দরকার নেই, এটি আধিকারিকরা পূরণ করে দেবে।
- এরপর কৃষকের নাম লিখতে হবে, পিতা/ মাতা/ স্বামী অভিভাবকের নাম, লিঙ্গ।
- এরপর আবেদনকারী কৃষকের EPIC অর্থাৎ ভোটার কার্ড নম্বর দিতে হবে যা আবশ্যিক।
- তারপর তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি – যেটি প্রযোজ্য হবে সেটি লিখতে হবে।
- এরপর কৃষকের মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর যা আবশ্যিক, বসবাসের ঠিকানা গ্রাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, জেলা, কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, কৃষক বন্ধু আইডি যদি থাকে দিতে হবে।
- তারপর যে ফসলের জন্য আবেদন করবে তার সম্পূর্ণ বিবরণ দিতে হবে। ফসলটি কোন ব্লকে, মৌজার নাম ও জে এল নং, খতিয়ান নং, দাগ নং, কতগুলো জমি দিয়ে আবেদন করবেন তার বিবরণ, নিজস্ব জমি নাকি ভাগচাষী নাকি ভাড়া নেওয়া তার বিবরণ, ফসল রোপনের সম্ভাব্য তারিখ।
- এরপর কৃষকের ব্যাংকের বিবরণ দিতে হবে এবং অবশ্যই সেই ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। ব্যাংকের পাশ বই অনুযায়ী কৃষকের নাম, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, একাউন্ট নম্বর, IFSC, একাউন্টের ধরন এগুলো পূরণ করতে হবে।
- এরপর শর্তাবলী দেখে নেবেন এবং নিচে সাক্ষীর সই দিতে হবে এবং তার পাশেই কৃষকের সই দিতে হবে ।
- এরপর নিচে একটি প্রাপ্তি স্বীকার থাকবে যেখানে কৃষকের কিছু নিজস্ব বিবরণ দিতে হবে এবং সেটি কৃষককে ফেরত দেওয়া হবে পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য। এভাবেই ফর্মটি পূরণ করতে হবে।
(BSB Apply Document List) আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে?
- KYC নথি হিসেবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড।
- ব্যাংকের পাস বইয়ের জেরক্স কপি যেখানে একাউন্ট নম্বর উল্লেখিত থাকবে।
- খতিয়ান/ পর্চা (সাম্প্রতিকতম) বা পাট্টা বা দলিল এর নকল (নিজস্ব জমির ক্ষেত্রে), ভাগচাষীদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র (নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত) দিতে হবে।
- সহ কৃষি অধিকর্তা (সংশ্লিষ্ট ব্লক) বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপনের শংসাপত্র (রোপন করেছেন বা করবেন)। এটি মধ্যস্থকারী অর্থাৎ এজেন্ট করে দেবে।
ফসলের ক্ষতি হলে কত টাকা বাংলা শস্য বীমা থেকে পাওয়া যায়?
বাংলা শস্য বীমাতে নাম নথিভুক্ত করালে ফসল রোপন থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত সময়কাল বীমার আওতায় থাকে। যে ফসলের জন্য আপনি বীমা করলেন সেই ফসলের যেরকম ক্ষতি হবে সেই হিসেবে ক্ষতিপূরণ পাওয়া যায়। যেরকম জমি দিয়ে আপনি আবেদন করেছেন এবং সেই জমিতে কত শতাংশ ক্ষতি হয়েছে তার উপর নির্ভর করে ক্ষতিপূরণ দিয়ে থাকে বাংলা শস্য বীমার আওতায়।
👉 আরো পড়ুন:- কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করুন,পরিবার পাবে 2 লক্ষ টাকা👈
ফসলের বীমা করার সময় সীমা?
ভুট্টার জন্য 31 শে আগস্ট 2024 এবং ধানের জন্য 30 ই সেপ্টেম্বর 2024। পরবর্তীতে এই সময়সীমা বাড়ানো হতে পারে। ফের মুখ্যমন্ত্রী 29 সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে এসে ঘোষণা দিয়েছেন ধানের জন্য 31 শে অক্টোবর পর্যন্ত সময়সীমা বাড়ানো হলো।
বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিংক(BSB Form Download Kharif 2024 Paddy):- Download
(BSB) Bangla Sasya Bima 2024 Form Pdf:- Download
BSB Offcial Website:- Click