Pradhanmantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন বাড়ি দিচ্ছে,জানুন বাড়ি পাওয়ার জন্য কি কি শর্ত দেওয়া হয়েছে

Published By: Mamun Rasid Hoque | Published On:

Pradhanmantri Awas Yojana: কেন্দ্রের মোদি সরকার নতুন করে আবাস যোজনার বাড়ি বানানোর জন্য টাকা দেবে। উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2015 -16 সালে বাস্তবায়ন করেছিলেন। এই প্রকল্পের লক্ষ্য হল ভারতের নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের বাসিন্দাদের মৌলিক সুযোগ-সুবিধা সহ বাড়ি বানানোর জন্য আর্থিক সহায়তা দান করে থাকেন। গত 10 বছরে আবাসন প্রকল্পে প্রায় 4.10 কোটি যোগ্য উপভোক্তার বাড়ি তৈরি করে দিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে তৈরি করা সমস্ত বাড়িগুলি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলির সঙ্গে একত্রিত হওয়ার মাধ্যমে অন্যান্য মৌলিক সুবিধাগুলি যেমন টয়লেট, গৃহস্থালী এলপিজি সংযোগ, বিদ্যুৎ সংযোগ ইত্যাদিও দেওয়া হয়।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে নতুন করে 3 কোটি বাড়ি বানানোর প্রতিশ্রুতি নিয়েছেন। তবে এই 3 কোটি বাড়ির মধ্যে আপনিও একটি বাড়ি পেতে পারেন, কিভাবে একটি আবাসন বাড়ির জন্য আবেদন করবেন তা জানতে পারবেন আজকে এই প্রতিবেদনের মাধ্যমে। তবে আবেদন করার আগে অবশ্যই আবাস যোজনা প্রকল্পে যে শর্তগুলি চাওয়া হয়েছে সেটা পূরণ করতে হবে। চলুন এক এক করে শর্তগুলি দেখে নেওয়া যাক এবং কিভাবে আবেদন করবেন এবং কোন কোন কাগজপত্র আপনার প্রয়োজন রয়েছে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের 2টি বৈশিষ্ট্য

একটি শহুরে দরিদ্রদের জন্য (PMAY-U) এবং অন্যটি গ্রামীণ দরিদ্রদের জন্য (PMAY-G)।

আবাস যোজনা প্রকল্পে কি কি শর্ত রাখা হয়েছে?

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার জন্য মোট 15 টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে এই শর্তগুলির মধ্যে পড়ে থাকলে আপনি আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করতে পারবেন না এক নজরে জেনে নিন কোন কোন শর্তের কথা উল্লেখ করা হয়েছে-

  • পরিবারের পাকা আবাসিক বাড়ি আছে কিনা যদি থেকে থাকে সে ক্ষেত্রে বাড়ির জন্য আবেদন করতে পারবেন না।
  • পরিবারে LAY/PMAY-G/গীতাঞ্জলি/অন্য কোনো আবাসন প্রকল্পের অধীনে সহায়তা পেয়েছে কিনা, পেয়ে থাকলে এই সুবিধা পাবেন না।
  • পরিবারে বড় মোটর চালিত দুই-তিন অথবা চার চাকার মাছ ধরা কোন বোট আছে থাকলে পাবেননা।
  • তিন/চার চাকার কৃষি যন্ত্রপাতি থাকলে এই সুবিধা থেকে বাদ যাবেন।
  • পরিবারের কারো কাছে কিষাণ ক্রেডিট কার্ড আছে কি না এবং 50,000 বা তার বেশি লোন পেয়ে থাকলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।
  • সরকারি কর্মচারী হিসেবে পরিবারের কোনো সদস্য থাকলে হবে না।
  • পরিবারের কোনো অ-কৃষি প্রতিষ্ঠান আছে কি না সরকারের কাছে নিবন্ধিত সেক্ষেত্রেও বাদ যাবেন।
  • পরিবারের কোন সদস্যের মাসিক ইনকাম 10,000 টাকার উপরে থাকলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।
  • পরিবারের কোন সদস্য আয়কর প্রদান অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলে এই সুবিধা থেকে বাদ পরবেন।
  • পরিবার কেউ পেশাদার কর প্রদান করলেও বাদ পরবেন।
  • পরিবারের কোনো ফ্রিজ থাকা যাবেনা।
  • পরিবারের কোনো ল্যান্ডলাইন ফোন থাকলে এই সুবিধা থেকে বাদ যাবেন।
  • পরিবারের 2.5 একর বা তার বেশি সেচকৃত জমির মালিকানা হলেও এই সুবিধা থেকে তারা বাদ পরবে।
  • দুই ফসলের মরশুমের জন্য পরিবারের 5 একর বা তার বেশি সেচের জমি থাকলেও এই সুবিধা থেকে বাদ পরবেন।

আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে? 

আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ইউটিলিটি বিল,আইটি রিটার্ন, বেতন স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট,জমি ক্রয়ের প্রমাণ (যদি প্রযোজ্য হয়)।

PMAY আবেদন কিভাবে করবেন?

আবাস যোজনা প্রকল্পের দুটি পদ্ধতিতে আবেদন করা যায় এক অনলাইন (online) অন্যটি অফলাইন (offline)।অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি গুলি সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী সিএসই সেন্টার (common service centre) গিয়ে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য নিজস্ব পঞ্চায়েত অফিসে গিয়ে প্রয়োজনীয় নথি সহ ফর্ম নিয়ে ফিলাপ করে জমা করতে হবে।

About Author
Mamun Rasid Hoque

বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কাজের সাথে কর্মরত। সাম্প্রতিক খবর ও বিভিন্ন তথ্য হাতের মুঠোয় রাখতে অভ্যস্ত। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট (চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) নখদর্পনে রাখার চেষ্টায় অব্যাহত।