Jio New Plans 2024: জিও ব্যবহারকারীদের পকেটে আবার টান পড়তে চলেছে। মনে করা হচ্ছিল এয়ারটেল প্রিপেড ও পোস্টপেইড প্ল্যান বাড়াবে কিন্তু তার আগেই জিও বৃহস্পতিবার বিবৃতির মাধ্যমে জানালো তাদের রিচার্জ প্ল্যান বাড়ানোর বিষয়ে। এক ধাক্কায় 12.5 থেকে 25 শতাংশ বাড়ছে এই রিচার্জ প্ল্যানগুলো। বছর শুরুতেই বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছিল রিচার্জ প্ল্যান বাড়বে, কিন্তু পরবর্তী 6 মাসের মধ্যে সেটা যে বাড়ানো হবে, প্রায় অনেকেই নিশ্চিত ছিল। তবে জিও জানিয়েছে Jio Bharat ও Jio ফোনের জন্য এই রিচার্জ প্ল্যান কার্যকর হবে না। পোস্টপেইড ও প্রিপেড দুই ধরনের ব্যবহারকারীদেরই পকেট থেকে বেশি টাকা গুনতে হবে এবার রিচার্জ করতে গেলে। সর্বনিম্ন জিও তে রিচার্জ প্ল্যান ছিল 155 টাকা, কিন্তু তা আর থাকছে না সর্বনিম্ন এখন 189 টাকা রিচার্জ করতে হবে ব্যবহারকারীদের। মোট 19 টি রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে জিও, যার মধ্যে 17 টি প্রিপেড রিচার্জ প্ল্যান ও 2টি পোস্টপেইড প্ল্যান। সাথে 3 টি Data add on রিচার্জ প্ল্যানেরও দাম বাড়ছে। সর্বনিম্ন এখন Data add on রিচার্জ করতে 19 টাকা গুনতে হবে।
এতদিন থেকে 28 দিনের রিচার্জ প্ল্যান 155 টাকা থেকে শুরু ছিল যথাক্রমে 209 টাকা, 239 টাকা, 299 টাকা, 349 টাকা ও 399 টাকা পর্যন্ত ছিল। কিন্তু বর্তমানে সেটা বেড়ে হচ্ছে 189 টাকা, 249 টাকা, 299 টাকা, 349 টাকা, 399 টাকা,449 টাকা পর্যন্ত। শুধুমাত্র 28 দিনের রিচার্জ প্ল্যানেই বাড়েনি 2 মাস ও 3 মাসের রিচার্জ প্ল্যানের দামও বেড়েছে। এক ধাক্কায় 25 শতাংশ পর্যন্ত বেশি টাকা গুনতে হতে পারে গ্রাহকদের। তবে এর সাথে জিও চালু করছে গ্রাহকদের সুবিধার্থে Jiosafe পরিষেবা, সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে যার জন্য দিতে হবে প্রতি মাসে 199 টাকা। সাথে আরও একটি নতুন পরিষেবা JioTranslate, পরিচালিত হবে AI দ্বারা, এর জন্য প্রতি মাসে 99 টাকা দিতে হবে। যাইহোক এই দুইটি নতুন পরিষেবা গ্রাহকদের জন্য এক বছর বিনামূল্য দেবে।
কবে থেকে এই রিচার্জ প্ল্যানগুলি কার্যকর হবে? (New Recharge Plan Jio)
বৃহস্পতিবার জিও ডিজিটাল লাইফের তরফ থেকে একটি মিডিয়া রিলিজের মাধ্যমে জানানো হয়েছে 3 রা জুলাই 2024 থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন Recharge প্ল্যান গুলো।
বন্ধ হলো 5জি (5G) আনলিমিটেড পরিষেবা শর্তসাপেক্ষে?
এখন শর্তসাপেক্ষে 5G আনলিমিটেড (Unlimited) ব্যবহার করতে পারবে গ্রাহকেরা। এতদিন থেকে 1.5 জিবি প্রতিদিন রিচার্জ প্ল্যানের সাথেও আনলিমিটেড 5G ডাটা ব্যবহার করতে পারতো গ্রাহকেরা কিন্তু এবার থেকে তা বন্ধ হচ্ছে। এই দিনের বিবৃতিতে বলা হয়েছে এখন থেকে শুধুমাত্র 2GB/Day (প্রতিদিন 2জিবি) রিচার্জ প্ল্যান ও তার বেশি রিচার্জ প্ল্যান গুলির সাথেই 5G আনলিমিটেড ডাটা ব্যবহারের সুবিধা দেওয়া হবে।
নতুন রিচার্জ প্ল্যান গুলি কি কি দেখুন স-বিস্তারে?
- 155 টাকায় 2GB ডাটা সহ 28 দিনের রিচার্জ প্ল্যান বেড়ে 189 টাকা।
- 209 টাকায় 1GB প্রতিদিন 28 দিনের রিচার্জ প্ল্যান বেড়ে 249 টাকা।
- 239 টাকায় 1.5GB প্রতিদিন 28 দিনের রিচার্জ প্ল্যানের জন্য দিতে হবে 299 টাকা।
- 299 টাকায় 2GB প্রতিদিন 28 দিনের রিচার্জ প্ল্যানের জন্য দিতে হবে 349 টাকা।
- 349 টাকায় 2.5GB প্রতিদিন 28 দিনের রিচার্জ প্ল্যান বেড়ে এখন 399 টাকা।
- 399 টাকায় 3GB প্রতিদিন 28 দিনের রিচার্জ প্ল্যানের জন্য দিতে হবে এখন 449 টাকা।
- 479 টাকায় 1.5GB প্রতিদিন 56 দিনের রিচার্জ প্ল্যানের জন্য এখন দিতে হবে 579 টাকা।
- 533 টাকায় 2GB প্রতিদিন 56 দিনের রিচার্জ প্ল্যানের জন্য এখন দিতে হবে 629 টাকা।
- 84 দিনের 395 টাকায় 6GB ডাটা সহ রিচার্জ প্ল্যানের জন্য এখন দিতে হবে 479 টাকা।
- 84 দিনের 666 টাকায় 1.5GB প্রতিদিন রিচার্জ প্ল্যানের জন্য এখন দিতে হবে 799 টাকা।
- 84 দিনের 719 টাকায় 2GB প্রতিদিন রিচার্জ প্ল্যানের জন্য এখন দিতে হবে 859 টাকা।
- 84 দিনের 999 টাকায় 3GB প্রতিদিন রিচার্জ প্ল্যানের জন্য এখন দিতে হবে 1199 টাকা।
- 1559 টাকায় 24GB ডাটা সহ 336 দিনের রিচার্জ প্ল্যানের জন্য এখন দিতে হবে 1899 টাকা।
- 2999 টাকায় 2.5GB প্রতিদিন 365 দিনের রিচার্জ প্ল্যানের জন্য এখন দিতে হবে 3599 টাকা।
- Data add-on:- এতদিন থেকে 15 টাকায় 1GB ডাটা পাওয়া যেত সেটা বেড়ে 19 টাকা হলো। 25 টাকায় 2GB ডাটার বদলে 29 টাকা দিতে হবে এবং 61 টাকায় 6GB ডাটার বদলে এখন দিতে হবে 69 টাকা।
- পোস্টপেইড 2 টি প্ল্যান বাড়লো: 299 টাকায় 30GB বিল চক্রে এখন দিতে হবে 349 টাকা এবং 399 টাকায় 75GB বিল চক্রে এখন দিতে হবে 449 টাকা।
Jio New Recharge Plan – এ অনেক গ্রাহকেই অসুবিধার সম্মুখীন হবে। গরিব থেকে মধ্যবিত্ত অনেকের ছোট রিচার্জে পকেটে টান পড়বে। জানা যাচ্ছে কিছুদিনের মধ্যে Airtel, VI-Idea একই পথে হাঁটছে হয়তো খুব শীঘ্রই তারাও রিচার্জ প্ল্যান প্রকাশ করবে।
Reliance Industries Limited তথ্যটি:- এখানে হাত দিন 👈