PM Kisan Payment Status Check: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাবেন কিনা ২ মাধ্যমে চেক করে দেখুন

Published By: Su Sangbad Desk | Published On:

PM Kisan Payment Status: কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস ২ মাধ্যমে চেক করতে পারবেন। একটি হচ্ছে বেনিফিসারি স্ট্যাটাস (Beneficiary) এবং অন্যটি DBT স্ট্যাটাস। কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় কৃষকদের জন্য একটি প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্প থেকে বছরে ছোট-বড় সকল কৃষকই 6000 টাকা পেয়ে থাকে। মোট তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয়, ২০০০ টাকা করে একটি কিস্তি, চার মাস অন্তর এই কিস্তি পেয়ে থাকে কৃষকেরা। তবে অনেক কৃষকেই জানেন না, কবে ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে? বেনিফিসারি স্ট্যাটাস ঠিক আছে কিনা? DBT মাধ্যমে যেহেতু টাকা পাঠানো হয়, সেই স্ট্যাটাস কি আছে? সেই সকল বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

দুটি স্ট্যাটাসের মধ্যে পার্থক্য কি? 

বেনিফিসারি স্ট্যাটাস (Beneficiary Status) ও ডিবিটি স্ট্যাটাস (Direct Benefit Transfer Status) এই দুই প্রকার স্ট্যাটাস এর মধ্যে পার্থক্য রয়েছে। বেনিফিশিয়ার স্ট্যাটাস এর মাধ্যমে আপনি জানতে পারবেন সেই কৃষকের ekyc করা আছে কিনা, Land Seeding স্ট্যাটাস কি আছে Yes নাকি No, তাছাড়াও ব্যাংকের সাথে ডিবিটি লিংক আছে কিনা। সর্বশেষ ইনস্টলমেন্টের আপডেট পাবেন এই স্ট্যাটাসে। তবে ডিবিটি স্ট্যাটাসে আপনি জানতে পারবেন যে কিস্তির টাকা পাবেন, সেটার জন্য আপনার ব্যাংক ভেরিফিকেশন হয়েছে কিনা, কত তারিখে ভেরিফিকেশন হয়েছে এইসব বিষয়।

প্রথমেই দেখুন DBT স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

DBT স্ট্যাটাস চেক করার জন্য pfms.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

 ★ DBT স্ট্যাটাস চেক করতে ক্লিক করুন: এখানে হাত দিন 👈

  • অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে তুলে নেবেন “Payment Status” একটি অপশন দেখতে পারবেন। সেখানে DBT Status Tracker থাকবে Read More- এ ক্লিক করবেন।
  • PM Kisan Payment Status Check: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাবেন কিনা ২ মাধ্যমে চেক করে দেখুন
  • প্রথমেই ক্যাটাগরি অপশন পাবেন সেখান থেকে “PMKISAN” অপশনটি সিলেক্ট করবেন। PM Kisan Payment Status Check: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাবেন কিনা ২ মাধ্যমে চেক করে দেখুন
  • পরবর্তী অপশন DBT স্ট্যাটাস জায়গায় Payment সিলেক্ট করে নেবেন।PM Kisan Payment Status Check: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাবেন কিনা ২ মাধ্যমে চেক করে দেখুন
  • এরপর “Enter Application Id” জায়গায় আপনার Pmkisan এর রেজিষ্ট্রেশন নম্বর বসাতে হবে। (যদি রেজিষ্ট্রেশন নম্বর না জানেন সেক্ষেত্রে Pmkisan এর অফিসিয়াল ওয়েবসাইটে Know Your Status অপশনের ভিতরে Know Your Registration no পাবেন সেখান থেকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পাবেন)।
  • পরবর্তীতে “Word Verification” একটি অপশন পাবেন, সেখানে যা যা ক্যাপচার থাকবে সেটা নিচের বক্সে বসাতে হবে এরপর সর্বশেষ সার্চ বাটনে ক্লিক করবেন।
  • সম্পূর্ণ স্ট্যাটাসটি আপনার শো হবে। সর্বশেষ যে কিস্তির টাকা আপনার ব্যাংক একাউন্টে এসেছে সেটা নিচে থাকবে এবং যে কিস্তির টাকা বর্তমানে আপনি পাবেন সেটার আপডেট উপরে থাকবে। যদি আপনার সমস্ত কিছুই ঠিকঠাক থাকে তাহলে দেখবেন কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, Validation Status-এ Validated থাকবে তাছাড়াও “Approved by agency”- এর ঘরে দেখে নেবেন কত তারিখ approved করেছে। PM Kisan Payment Status Check: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাবেন কিনা ২ মাধ্যমে চেক করে দেখুন

এভাবেই এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনি টাকা খুব শীঘ্রই পেয়ে যাচ্ছেন এবং যে কিস্তিতে টাকা পাবেন সে নিয়ে সরকার নির্দিষ্ট একটি তারিখ ঘোষণা করেছে সেই তারিখেই আপনার ব্যাংক একাউন্টে টাকা আসবে।

বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিভাবে চেক করবেন? 

প্রথমেই জানিয়ে দিচ্ছি এই স্ট্যাটাস তারাই চেক করতে পারবে যাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম উঠেছে। এক কথায় যাদের অ্যাপ্রুভ করেছে তারাই এই স্ট্যাটাস দেখতে পারবে। এর জন্য সর্বপ্রথম pmkisan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

 ★ বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক: এখানে হাত দিন 👈

  • অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর “Know Your Status” একটি অপশন পাবেন সেটা উপরে ক্লিক করবেন।
  • এরপর সেখানে রেজিস্ট্রেশন নম্বর বসানোর জায়গা পাবেন, যদি আপনি রেজিস্ট্রেশন নম্বর না জানেন তাহলে উপরেই রয়েছে “Know your registration no” এটার উপরে ক্লিক করবেন।
  • এরপর এখানে আপনি মোবাইল নম্বর অথবা আধার নম্বরের মাধ্যমে, ওটিপি মাধ্যমে ভেরিফাই করে রেজিস্ট্রেশন নম্বরটি পাবেন।
  • আবারো ব্যাক হয়ে সেই রেজিস্ট্রেশন নম্বরটি ও ক্যাপচার কোড পূরণ করে “Get otp” উপরে ক্লিক করবেন।
  • এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে Pmkisan থেকে একটি otp আসবে সেটার মাধ্যমে ভেরিফাই করবেন।
  • এরপর আপনার সামনে সম্পূর্ণ স্ট্যাটাসটি খুলে যাবে এখানে কিছু জিনিস আপনাকে দেখে নিতে হবে।
  • “Eligibility Status” এই ঘরে তিনটি জিনিস দেখে নেবেন প্রথমত, Land Seeding – Yes থাকতে হবে। দ্বিতীয়ত, e-KYC Status – Yes থাকতে হবে। তৃতীয়ত, Aadhaar Bank Account Seeding Status – Yes থাকতে হবে।
  • যদি Land Seeding – No থাকে সেক্ষেত্রে আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে।
  • যদি e-KYC – No থাকে ক্ষেত্রে আপনাকে ekyc করে নিতে হবে আঙ্গুলের ছাপের মাধ্যমে CSC (কমন সার্ভিস সেন্টার) অথবা আধার ওটিপির মাধ্যমে pmkisan এর ওয়েবসাইটেই ekyc একটি অপশন পাবেন সেটার মাধ্যমে।
  • যদি Aadhaar Bank Account Seeding – No থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে যোগাযোগ করে DBT লিংক করে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে।

তাছাড়াও নিচে Latest installment details অপশনের মাধ্যমে আপনি সর্বশেষ কিস্তির আপডেট গুলো দেখতে পারবেন। যদি কোন নতুন কিস্তির টাকা আপনার ব্যাংক একাউন্টে আসতে চলেছে তার আপডেটও সেখানে চলে আসবে।

★ DBT স্ট্যাটাস চেক করুন: এখানে হাত দিন👈 

★ বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক: এখানে হাত দিন👈 

** Pmkisan এর ১৭ তম কিস্তির টাকা ১৮- ই জুন উপভোক্তাদের ব্যাংক একাউন্টে পাঠাবে । “Honourable Prime Minister will release the 17th Installment of PM KISAN scheme on 18th June 2024”.

About Author